নিজস্ব সংবাদদাতা – এই নিয়োগ প্রক্রিয়ার আবেদন শুরু হয়েছিল ২ জুন ২০২৫ থেকে এবং তা চলবে ২৩ জুন পর্যন্ত। তবে আবেদন ফি জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে ২৪ জুন পর্যন্ত, অর্থাৎ একদিন অতিরিক্ত সময়। আবেদন প্রক্রিয়ায় ভুল সংশোধনের সুযোগও থাকছে, যা অনেক প্রার্থীর জন্য বড় সুবিধা। কমিশন ২৮ জুন থেকে ৩০ জুন ২০২৫ পর্যন্ত একটি সংশোধনের উইন্ডো খুলবে, যার মাধ্যমে আবেদনকারীরা তাঁদের ফর্ম সংশোধন করতে পারবেন এবং প্রয়োজনে আবার নতুনভাবে জমা দিতে পারবেন। তবে সংশোধনের জন্য নির্ধারিত ফি দিতে হবে—প্রথমবার সংশোধনের ক্ষেত্রে ২০০ টাকা এবং দ্বিতীয়বারের ক্ষেত্রে ৫০০ টাকা। এই ফি সাধারণ, সংরক্ষিত, সব শ্রেণির প্রার্থীর জন্য একই। কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে, এই নিয়োগ প্রক্রিয়ার কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT) সম্ভাব্যভাবে ২৪ জুলাই থেকে ৪ আগস্ট ২০২৫-এর মধ্যে অনুষ্ঠিত হতে পারে। ফলে পরীক্ষার প্রস্তুতির জন্য আবেদনকারীদের হাতে আর খুব বেশি সময় নেই।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন