নিজস্ব সংবাদদাতা – ভারতের কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীদের কাছে ২০২৭ সাল এক ঐতিহাসিক পরিবর্তনের বছর হতে চলেছে। কারণ, ওই বছর থেকেই কার্যকর হতে পারে অষ্টম বেতন কমিশন। ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভা কমিশন গঠনের অনুমোদন দিয়েছে। যদিও এখনো কমিশনের সদস্য বা চেয়ারম্যানের নাম প্রকাশ হয়নি, তবুও আশার আলো দেখছেন লক্ষ লক্ষ কর্মচারী।
এই কমিশনের প্রস্তাবে কেন্দ্রীয় কর্মচারীদের বেতন কাঠামোয় বড় ধরনের রদবদল আসতে চলেছে। যেমন, যাদের বর্তমান বেসিক পে ১৮ হাজার টাকা, তারা পেতে পারেন প্রায় ৫১ হাজার টাকা। লেভেল ৬-এর বেতন হতে পারে ১ লাখ টাকার বেশি। IAS/IPS কর্মকর্তাদের বেতন পৌঁছতে পারে ১.৬ লাখ টাকার ঘরে।
এই বৃদ্ধির পিছনে মূল হাতিয়ার হতে পারে নতুন ফিটমেন্ট ফ্যাক্টর—যা ২.৫৭ থেকে বেড়ে হতে পারে ২.৮৬। এই পরিবর্তনের ফলে শুধু বর্তমান কর্মচারী নন, পেনশনভোগীরাও সরাসরি উপকৃত হবেন।
পে-ম্যাট্রিক্স অনুযায়ী সময়কাল এবং স্তরের উপর ভিত্তি করে বেতন নির্ধারণ করা হবে, ফলে একটি কাঠামোগত স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করা সম্ভব হবে।
সপ্তম কমিশনের পর এক দশক কেটে গিয়েছে। তাই অষ্টম কমিশনের প্রত্যাশায় বহু পরিবার পরিকল্পনা স্থির করছে আগামীদিনের আর্থিক সম্ভাবনা ও স্থিতিশীলতা নিয়ে। এই পরিবর্তন শুধু ব্যক্তিগত আয় নয়, বরং দেশের সামগ্রিক অর্থনীতিকেও প্রভাবিত করবে বলে ধারণা করা হচ্ছে।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন