নিজস্ব সংবাদদাতা- ৯ জুলাইয়ের সকাল ভারতজুড়ে গর্জে উঠতে চলেছে লক্ষ লক্ষ শ্রমিকের কণ্ঠস্বর। ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও তাদের মিত্র সংগঠনগুলি ঐক্যবদ্ধভাবে আহ্বান জানিয়েছে এক ঐতিহাসিক ধর্মঘটের—যার লক্ষ্য কেন্দ্রের শ্রমিক-বিরোধী, কৃষক-বিরোধী এবং কর্পোরেট-পন্থী নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া। অনুমান করা হচ্ছে, প্রায় ২৫ কোটিরও বেশি শ্রমিক এই ধর্মঘটে শামিল হবেন, যা রূপ নিতে চলেছে এক বৃহৎ জনআন্দোলনে।
এই প্রতিবাদের ঢেউ শুধু শ্রমিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। বিহারে একই দিনে ভোটার তালিকা পুনর্গঠনের বিরোধিতায় চাকা জ্যামের ডাক দিয়েছে মহাজোট, যার নেতৃত্বে থাকবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। একদিকে রাস্তায় নামছে শ্রমিক, অন্যদিকে রাজনৈতিক নেতৃত্ব; যেন রাষ্ট্রের নীতির বিরুদ্ধে দুটি শক্তির মিলিত প্রতিরোধ। যদিও ধর্মঘটের ফলে জনজীবন ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে, প্রশাসনের তরফে জানানো হয়েছে যে জরুরি পরিষেবাগুলিতে কোনও প্রভাব পড়বে না।
এই একদিনের আন্দোলন শুধু প্রতিবাদ নয়, যেন এক সঙ্কেত—শ্রমিক ও নাগরিক সমাজের মধ্যে জমে থাকা ক্ষোভ অবশেষে বিস্ফোরণের মুখে।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন