কলকাতা,১৫ মে:“পাকিস্তানের আদর্শে নয়, স্বাধীনতার স্বপ্নে গড়ে উঠছে বালুচিস্তান!” — এমনই জ্বালাময়ী স্লোগানে বারংবার গর্জে উঠছে বালুচিস্তানের আকাশ-বাতাস। বহু দশক ধরে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করে আসা বালোচ জনগোষ্ঠী এখন কার্যত স্বাধীনতার চূড়ান্ত পথে এগিয়ে চলেছে। মুখের কথায় কাজ না হওয়ায়, হাতে তুলেছে অস্ত্র। আর সেই অস্ত্রই এখন পাকিস্তানের ভিত নড়বড়ে করে তুলছে।
পাক সেনার উপর লাগাতার হামলা
সাম্প্রতিক সময়ে বালুচিস্তান লিবারেশন আর্মি (BLA) পাকিস্তানের বিরুদ্ধে চালিয়েছে একের পর এক জঙ্গি হামলা। অপারেশন সিঁদুর-এর রেশ কাটতে না কাটতেই সুযোগ বুঝে শেষ কয়েক সপ্তাহে ৫১টি জায়গায় ৭১টি হামলা চালানো হয়েছে পাক সেনা ও পুলিশের উপর। এসব হামলায় অনেক পাক সেনা সদস্য হতাহত হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দাবি করছে।

“বালুচিস্তান এখন আর পাকিস্তানের অংশ নয়”
এই ঘটনার মধ্যেই আগুনে ঘি ঢালার মতো একটি বিতর্কিত বিবৃতি দেন বালোচ আন্দোলনের নেতা ও লেখক মীর ইয়ার বালুচ। তিনি তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন,
“বালুচিস্তান এখন আর পাকিস্তানের অংশ নয়। আমরা স্বাধীন রাষ্ট্র, আমরা বালুচিস্তান!”
শুধু স্বাধীনতার ঘোষণা করেই থেমে থাকেননি তিনি। জাতিপুঞ্জ ও ভারত সরকারের কাছে স্বাধীন বালুচিস্তান রাষ্ট্রের স্বীকৃতি দাবি করেছেন। পাশাপাশি, নতুন রাষ্ট্রের জন্য নিজস্ব মুদ্রা, পাসপোর্ট ও প্রশাসনিক কাঠামো গঠনের জন্য আর্থিক সহায়তার আবেদনও জানিয়েছেন।
স্বাধীনতা আন্দোলনের আন্তর্জাতিক রূপ?
বালোচ নেতাদের এই আহ্বানে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তুমুল আলোচনা। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানের ভিতরে এত বড় পরিসরে স্বাধীনতার দাবি ও সশস্ত্র আন্দোলন নজিরবিহীন। বালুচদের এই পদক্ষেপ পাকিস্তানের উপর কূটনৈতিক চাপও বাড়াতে পারে।
তবে এখনও পর্যন্ত পাকিস্তান সরকারের তরফ থেকে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
কী বলছে বিশ্লেষকরা?
- বালুচিস্তানের এই অবস্থান পাকিস্তানের জন্য রাজনৈতিক ও ভূখণ্ডগতভাবে বড় চ্যালেঞ্জ
- যদি আন্তর্জাতিক স্বীকৃতি পায়, তাহলে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার কৌশলগত অবস্থানে বড় পরিবর্তন ঘটতে পারে
- ভারত সহ প্রতিবেশী দেশগুলির উপর এর প্রভাব পড়তে পারে কূটনৈতিক ও নিরাপত্তাজনিত দিক থেকে
উপসংহার
বালুচিস্তান দীর্ঘদিন ধরে পাকিস্তানের অবহেলা, নিপীড়ন ও উন্নয়নের ঘাটতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এসেছে। আজ যখন তারা নিজেদের রাষ্ট্র গঠনের দাবি তুলে আন্তর্জাতিক মহলের দ্বারে দ্বারে ঘুরছে, তখন প্রশ্ন উঠছে—পাকিস্তান কি হারাতে চলেছে বালুচিস্তানকে চিরতরে?
এই পরিস্থিতির দিকে এখন তাকিয়ে আন্তর্জাতিক মহল। দেখা যাক, ভবিষ্যতের ইতিহাসে বালুচিস্তান কি স্বাধীন রাষ্ট্র হিসেবে জায়গা করে নিতে পারে?
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন