সাইয়ের ৭৫৯ রানেও ব্যর্থতা, সূর্যের ধারাবাহিকতা MVP-র আসনে

Spread the love

নিজস্ব সংবাদদাতা- টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করেও প্লেয়ার অফ দ্য সিরিজ হতে না পারার ঘটনা বিরল, কিন্তু আইপিএল ২০২৫-এ ঘটেছে এমনই এক ঘটনা। গুজরাট টাইটান্সের সাই সুদর্শন পুরো মরশুমে ছিলেন দুর্দান্ত ফর্মে, রান তুলেছেন হাফসেঞ্চুরি, সেঞ্চুরির ধারায়। অথচ, এমভিপি হিসেবে নির্বাচিত হন সূর্যকুমার যাদব।

এমন সিদ্ধান্তে অনেকেই প্রথমে প্রশ্ন তুললেও ব্যাখ্যা রয়েছে স্পষ্ট। আইপিএলে ২০১৩ সাল থেকে এমভিপি নির্বাচন হয় নির্দিষ্ট পয়েন্ট সিস্টেমের ভিত্তিতে। সূর্যকুমার যাদব ব্যাট হাতে ছক্কা, চার মারার পাশাপাশি ফিল্ডিংয়েও ছিলেন নজরকাড়া। ৩২০.৫ পয়েন্ট নিয়ে তিনিই ওঠেন তালিকার শীর্ষে। অপরদিকে, সাই সুদর্শনের অর্জন ৩১১ পয়েন্টে সীমাবদ্ধ।

এই পদ্ধতির ফলে শুধু ব্যাটিং নয়, বরং মাঠের প্রতিটি অবদানের ভিত্তিতে খেলোয়াড়কে মূল্যায়ন করা হয় — যা আধুনিক ক্রিকেট বিশ্লেষণে একধাপ এগিয়ে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্বধারা – সত্যের সন্ধানে, আপনার সাথে


বিশ্বধারা - সত্যের সন্ধানে অবিচল,

আপনার বিশ্বস্ত সঙ্গী। পশ্চিমবঙ্গ ও বাইরের নিরপেক্ষ সংবাদে আমরা নিবেদিত। স্বচ্ছতা ও নির্ভুলতাই আমাদের মূল ভিত্তি। আমাদের সাথে থাকুন, সঠিক তথ্য জানুন।

This will close in 11 seconds