“আবার ফিরছে অজানা শত্রু”— বেড়ে চলেছে করোনা সংক্রমণ, উদ্বিগ্ন দেশবাসী

Spread the love

নিজস্ব সংবাদদাতা – মৃদু কাশি, সামান্য জ্বর, হালকা গলা খুসখুসানি— মনে হতেই পারে, এ তো সাধারণ সর্দি! কিন্তু গত কয়েক দিনে এভাবেই ধীরে ধীরে বাড়ছে সেই পুরনো আতঙ্ক, যার নাম করোনা।

শুক্রবারের পর শনিবার। একদিনের ব্যবধানে আক্রান্তের সংখ্যা বেড়েছে কয়েকশো। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা কেসের সংখ্যা ৫৭৫৫।

কখনও ১০১০, তারপর ২৭১০, একদিনেই লাফিয়ে ৩৩৯৫— জুনে পা দিতেই সংখ্যাটা পার করেছে চার হাজার, আর এখন পাঁচ হাজার ছাড়িয়ে।

রাজ্যভিত্তিক পরিসংখ্যানও বলছে একেক রাজ্যে সংক্রমণ মাথাচাড়া দিচ্ছে। কেরল এক নম্বরে— ১৮০৬ সংক্রমিত। দিল্লি, গুজরাট, বাংলা, মহারাষ্ট্র— সবাই তালিকায়। বাংলা এখন দেশের চতুর্থ স্থানে।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে চারজনের। ছোট ছোট হাঁচি-কাশির মাঝেই শ্বাস নিচ্ছে অজানা ভয়— ফিরছে কি তবে সেই অতীত?

বিশেষজ্ঞরা যদিও বাড়তি আতঙ্ক না ছড়ানোর পরামর্শ দিচ্ছেন, তবু সংখ্যার গ্রাফ বলছে— আগাম সতর্ক হওয়াই শ্রেয়।

আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্বধারা – সত্যের সন্ধানে, আপনার সাথে


বিশ্বধারা - সত্যের সন্ধানে অবিচল,

আপনার বিশ্বস্ত সঙ্গী। পশ্চিমবঙ্গ ও বাইরের নিরপেক্ষ সংবাদে আমরা নিবেদিত। স্বচ্ছতা ও নির্ভুলতাই আমাদের মূল ভিত্তি। আমাদের সাথে থাকুন, সঠিক তথ্য জানুন।

This will close in 11 seconds