নিজস্ব সংবাদদাতা- একটা ভিডিও। তাতে এক শিশুকে নির্মমভাবে পেটানো হচ্ছে। ব্যথায় কাঁপছে শরীর, চোখে ভয়। ভিডিওটা ভাইরাল হতেই খুলে গেল ভয়ানক এক বাস্তবের মুখ।
গুজরাটের রাজকোটে যে ছেলেটি মার খাচ্ছে, সে কালনার উপলতি এলাকার এক নাবালক। আর যার মাধ্যমে সে সেখানে পৌঁছেছে, তাঁর নাম হাপান মোল্লা ওরফে আজিদ মোল্লা। এক পরিচিত নাম, তবে এখন এক আতঙ্কের প্রতীক।
গ্রামে ঘুরে ঘুরে গরিব পরিবারের সন্তানদের দামি ফোন, ভালো চাকরি, মোটা মাইনের স্বপ্ন দেখাত হাপান। কিন্তু বাস্তব ছিল নির্মম—গুজরাটে পৌঁছেই শুরু হতো অমানবিক অত্যাচার।
জঙ্গলপাড়ার এক মা আট বছর ধরে খুঁজে চলেছেন তাঁর ছেলেকে, যাকে হাপানের হাত ধরে পাঠানো হয়েছিল ‘ভালো ভবিষ্যতের’ খোঁজে। আরেক যুবক যিনি কোনোমতে ফিরে এসেছেন, তিনি জানালেন, প্রতিদিন মারধর, লোহার পাইপ দিয়ে পেটানো, ছোট ছেলেদেরও রেহাই নেই।
এই ঘটনার পর অবশেষে সাহস করে থানায় অভিযোগ দায়ের করেছেন বহু পরিবার। কালনা থানার একটি দল ইতিমধ্যেই হাপানের খোঁজে রাজকোটে রওনা দিয়েছে।
গ্রামজুড়ে এখন একটাই কথা—“আমাদের ছেলেরা কি আর ফিরবে?”
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন