ধুলো, দূষণ আর দখলের আড়ালে নিঃশব্দে হারিয়ে যাচ্ছে দশটি গ্রাম

Spread the love

নিজস্ব সংবাদদাতা- গড় শালবনীর আকাশে এক সময় ভেসে বেড়াত শালপল্লির শীতল সুবাস, আর এখন? চারদিকে শুধুই ধুলো আর দূষিত জলের স্রোত।

জিতুশোল সহ আশেপাশের মোট দশটি গ্রামে দিনের পর দিন জমিতে ডাস্ট ফেলে, দূষিত জল ছেড়ে একের পর এক জমি দখল করে নিচ্ছে কিছু অবৈধ কারখানা। কৃষিজমি নষ্ট হয়ে যাচ্ছে, গাছপালা মারা যাচ্ছে, পশু-পাখির বাসস্থানও ধ্বংস হচ্ছে।

এবার আর চুপ করে বসে থাকেননি গ্রামের মানুষ। হাত ধরে একে অপরের, হাতে প্ল্যাকার্ড, কণ্ঠে প্রতিবাদ—রাস্তায় নেমে এসেছেন তাঁরা। তাঁদের দাবি স্পষ্ট: “আমাদের পরিবেশ ফেরাও। কারখানা হোক নিয়ম মেনে, আমাদের জীবনের দাম আছে।”

এই আন্দোলন শুধু জমির জন্য নয়, এটি একটি অধিকারের লড়াই—জীবন, স্বাস্থ্য আর প্রকৃতিকে বাঁচিয়ে রাখার জন্য।

তাঁদের প্রশ্ন, “আর কতদিন চুপ থাকবে প্রশাসন?”

আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্বধারা – সত্যের সন্ধানে, আপনার সাথে


বিশ্বধারা - সত্যের সন্ধানে অবিচল,

আপনার বিশ্বস্ত সঙ্গী। পশ্চিমবঙ্গ ও বাইরের নিরপেক্ষ সংবাদে আমরা নিবেদিত। স্বচ্ছতা ও নির্ভুলতাই আমাদের মূল ভিত্তি। আমাদের সাথে থাকুন, সঠিক তথ্য জানুন।

This will close in 11 seconds