নিজস্ব সংবাদদাতা- স্বপ্ন ছিল নতুন জীবনের সূচনা, অথচ সেটাই হয়ে উঠল মৃত্যুর প্রহর। মধ্যপ্রদেশের যুবক রাজা রঘুবংশী কল্পনাও করেননি, যাঁর সঙ্গে জীবনের নতুন পথচলা শুরু করেছেন, সেই স্ত্রী-ই তাঁর মৃত্যুর ছক কষে রেখেছেন।
ইন্দোরের বাসিন্দা রাজা ও তাঁর নববিবাহিতা স্ত্রী সোনম গত মাসে মেঘালয়ে মধুচন্দ্রিমায় যান। ২৩ মে তাঁদের শেষবার দেখা গিয়েছিল শিপারা হোমস্টে থেকে একসঙ্গে বের হতে। তারপর ১১ দিনের নীরবতা। নিখোঁজ হয়ে যান দু’জনেই। পরিবারের উদ্বেগে তদন্ত শুরু করে মেঘালয় পুলিশ।
তদন্তে নামে বিশেষ তদন্তকারী দল (সিট)। অবশেষে ড্রোনের মাধ্যমে পাহাড়ি খাদে রাজার নিথর দেহ উদ্ধার হয়। পাশে ছড়িয়ে ছিল রক্তমাখা ছুরি ও ফোন।
ধীরে ধীরে খুলতে থাকে রহস্যের পর্দা। পুলিশ জানায়, এটি কোনও আত্মহত্যা নয়। স্ত্রী সোনম নিজের স্বামীকে খুন করার পরিকল্পনা করেছিলেন। অভিযুক্ত সোনম গাজিপুরে লুকিয়ে ছিলেন, পরে আত্মসমর্পণ করেন। তাঁর সঙ্গে গ্রেফতার হয় আরও তিন সহযোগী—দুজনকে ধরা হয় উত্তরপ্রদেশে, একজনকে ইন্দোরে।
পরিবার চায়, এত বড় বিশ্বাসভঙ্গ ও নিষ্ঠুরতার বিচার হোক দ্রুত। তাঁরা দাবি জানিয়েছেন, যেন তদন্তভার দেওয়া হয় সিবিআই-এর হাতে।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন