নিজস্ব সংবাদদাতা – দিঘার জগন্নাথ মন্দিরে আজ যেন এক পবিত্র আবেশ। স্নানযাত্রার পুণ্যতিথিতে সেজে উঠেছে গোটা অঞ্চল। মন্দিরের আঙিনায় নির্মিত হয়েছে বিশেষ স্নানের বেদি, যেখানে ১০৮টি তীর্থস্থানের পবিত্র জল দিয়ে হচ্ছে ভগবান জগন্নাথের মহাস্নান। সূক্ষ্ম ঝিরঝিরে বৃষ্টি যেন দেবতাকে সঙ্গ দিচ্ছে—প্রকৃতিও শামিল হয়েছে এই ঐশ্বরিক আয়োজনের সঙ্গীতে।
এই শুভক্ষণে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পাঠিয়েছেন নিজের বাড়ির বাগানে ফলানো আম, কাঁঠাল এবং মিষ্টি। এই উপহার যেন এক আন্তরিক হৃদয়নিবেদন, যা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে মন্দিরে। মন্দির কমিটির তরফে জানানো হয়েছে, এই প্রসাদ বুধবার ভগবানের ৫৬ ভোগের সঙ্গে অর্পণ করা হবে।
রাধারমন দাস, মন্দির কমিটির এক সদস্য বলেন, “মুখ্যমন্ত্রীর প্রেরিত ফল ও মিষ্টি দেবতার চরণে নিবেদন করব। এ এক আবেগের মুহূর্ত।”
পৌরাণিক বিশ্বাস অনুযায়ী, আজকের স্নানযাত্রার পর ১৫ দিন ভগবান থাকেন ‘অনশক্তি’-র অবস্থায়। এই সময় মন্দিরে বন্ধ থাকবে দর্শন। আবার ২৬ জুন, রথযাত্রার আগের দিন, শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রথে চড়ে বেরিয়ে পড়বেন ভক্তদের মাঝে।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন