নিজস্ব সংবাদদাতা – আপনার সন্তানের নিরাপত্তা সবথেকে গুরুত্বপূর্ণ। তাই স্কুল পরিকাঠামো নিয়ে আরও সচেতন হওয়া জরুরি।
মগরাহাট ১ নম্বর ব্লকের শেরপুর রামচন্দ্রপুর হাই স্কুলে বুধবার দুপুরে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। স্কুল চলাকালীন ছাদের একাংশ ভেঙে পড়ে গুরুতর জখম হয় অষ্টম শ্রেণির দুই ছাত্রী।
ওই সময় ছাত্রী দুটি শৌচালয়ের দিকে যাচ্ছিল। হঠাৎই বিল্ডিংয়ের ছাদের চাঙড় ভেঙে পড়ে, তাদের মাথায় গুরুতর আঘাত লাগে। সঙ্গে সঙ্গে শিক্ষকেরা তাঁদের উদ্ধার করে ডায়মন্ডহারবার জেলা হাসপাতালে ভর্তি করেন।
বর্তমানে দুই ছাত্রী চিকিৎসাধীন এবং স্কুল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। স্কুল কর্তৃপক্ষ দুর্ঘটনার খবর ঊর্ধ্বতন প্রশাসনকে জানিয়েছে এবং সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে।
অভিভাবকদের উদ্দেশ্যে বার্তা:
সন্তানদের স্কুল ভবনের নিরাপত্তা সম্পর্কে খোঁজ নিন।
স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখুন।
ভবনের কোথাও ফাটল বা বিপজ্জনক অবস্থা থাকলে অবিলম্বে জানিয়ে সচেতন হোন।
সমস্যা এড়াতে সময় থাকতে ব্যবস্থা নেওয়াই সবচেয়ে ভালো।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন