নিজস্ব সংবাদদাতা – দক্ষিণ ২৪ পরগনার রবীন্দ্রনগরে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনা আইনশৃঙ্খলা ব্যবস্থার উপর বড় প্রশ্ন তুলে দিল। একটি সাধারণ ফলের দোকানের জায়গায় তুলসী মঞ্চ স্থাপন— প্রথমে স্থানীয় বিবাদ, পরে তা বড় আকারে রূপ নেয় সংঘর্ষে। প্রশ্ন উঠছে, এত দ্রুত পরিস্থিতি কেন অগ্নিগর্ভ হল?
থানার সামনেই গাড়ি পোড়ানো, পুলিশের উপর হামলা— এই ধরনের ঘটনা প্রশাসনের প্রস্তুতির ঘাটতিও নির্দেশ করে। এলাকাবাসীর মধ্যে আতঙ্ক, পুলিশের মধ্যে উদ্বেগ। ফলে প্রশ্ন ওঠে— প্রতিরোধমূলক ব্যবস্থা কি আগে নেওয়া যেত না?
রাজনৈতিক পাল্টা অভিযোগে ঘটনাটির গভীরতা আরও জটিল হচ্ছে। বিজেপি একে সাম্প্রদায়িক রূপ দিতে চাইছে বলে তৃণমূলের অভিযোগ, আবার বিরোধীদের দাবি— হিন্দু মন্দির ও দোকানে হামলা হয়েছে। প্রশাসনের উচিত, দ্রুত নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের খুঁজে বার করা এবং রাজনীতির বাইরে গিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা।
রাস্তায় আগুন নয়— প্রয়োজন ঠান্ডা মাথার প্রশাসনিক পদক্ষেপ।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন