নিজস্ব সংবাদদাতা – আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৭১-এর মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারানোদের পরিবারের পাশে দাঁড়াল টাটা গোষ্ঠী। বৃহস্পতিবার সন্ধ্যায় এক আবেগঘন বিবৃতিতে জানানো হয়, নিহত প্রত্যেকের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়াও, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বিজে মেডিক্যাল কলেজ ও তার হোস্টেল পুনর্গঠনে সাহায্য করবে সংস্থা।
টাটা সন্স-এর চেয়ারম্যান এন. চন্দ্রশেখরন জানান, “আমরা কেবল আর্থিক সহায়তা নয়, আহতদের চিকিৎসা ও পূর্ণ সেবা প্রদানের দায়িত্ব নিচ্ছি। বিজে মেডিকেলের হোস্টেল পুনর্নিমাণে আমরা পাশে থাকব।”
টাটা ট্রাস্টের চেয়ারম্যান নোয়েল টাটাও এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করে বলেন, “আমরা এই হৃদয়বিদারক ঘটনায় নিহতদের পরিবারগুলোর পাশে আছি, এই ক্ষতি অপূরণীয়।”
প্রসঙ্গত, বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি উড়ান শুরু করার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে বিজে মেডিক্যাল কলেজের আবাসিক হোস্টেলের ওপর। বিস্ফোরণ ও আগুনে জ্বলে ওঠে ভবনের একাংশ, গুরুতর আহত হন প্রায় ১৫ জন জুনিয়র ডাক্তার। এ ছাড়া মেঘানি নগরের একাধিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বিমানে ২৪২ জন যাত্রী ও ১২ জন ক্রু ছিলেন। যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ১ জন কানাডিয়ান ও ৭ জন পর্তুগিজ ছিলেন। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং একটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে: ১৮০০ ৫৬৯১ ৪৪৪।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন