ছ’মাসের ভয়, এক শিশুর নিঃশব্দ যন্ত্রণা—ভাঙল নীরবতা, ন্যায় চাই

Spread the love

নিজস্ব সংবাদদাতা – বয়স মাত্র নয়। দিদার হাত ধরে বাজার করতে গিয়েছিল সে। হঠাৎ একটা মুখ দেখে আঁতকে ওঠে। চিৎকার, কান্না, অস্থির আচরণ—বেশি কিছু না বলেই সে জানান দেয় ভেতরের ক্ষত। বাড়ি ফিরে পরিবারের চাপে মুখ খোলে শিশুটি। জানায়—ছ’মাস আগে প্রতিবেশী এক ‘জ্যেঠু’ তাকে যৌন নিগ্রহ করেছিল। তুলে রেখেছিল অশ্লীল ছবি। হুমকি দিয়েছিল—”কারও কাছে বললে, তোমার বাবা-মাকে খুন করব।”

এই ভয় নিয়েই সে ছয় মাস গুম ছিল। বন্ধ হয়ে গিয়েছিল তার স্বাভাবিক জীবন, হাসি, খেলা।
তার দিদা বলেন, “অনেক দিন ধরেই ওর আচরণে কিছু অস্বাভাবিকতা দেখছিলাম। কারও সঙ্গে ঠিকমতো কথা বলত না। আজ বুঝতে পারছি, কেন।”

অবশেষে বৃহস্পতিবার থানায় অভিযোগ দায়ের করা হয়। আইন অনুসারে তদন্ত শুরু করেছে পুলিস। শিশু সুরক্ষা আইনের আওতায় তাকে গোপন জবানবন্দির জন্য আদালতে পেশ করা হবে।

অভিযুক্ত অবশ্য দাবি করেছেন, “আমি ষড়যন্ত্রের শিকার। আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যে অভিযোগ তোলা হয়েছে।”

তবে প্রশ্ন রয়ে যায়—ন’বছরের একটি শিশু এমন ঘটনা বানিয়ে বলতে পারে? নাকি সত্যিই আমাদের সমাজে নীরবতা চাপা দিয়ে রাখে বহু এমন ভয়ানক সত্য?

আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্বধারা – সত্যের সন্ধানে, আপনার সাথে


বিশ্বধারা - সত্যের সন্ধানে অবিচল,

আপনার বিশ্বস্ত সঙ্গী। পশ্চিমবঙ্গ ও বাইরের নিরপেক্ষ সংবাদে আমরা নিবেদিত। স্বচ্ছতা ও নির্ভুলতাই আমাদের মূল ভিত্তি। আমাদের সাথে থাকুন, সঠিক তথ্য জানুন।

This will close in 11 seconds