নিজস্ব সংবাদদাতা- একই পরিবারের তিন সদস্যের একসঙ্গে ঝুলন্ত দেহ উদ্ধারে স্তব্ধ কসবার রাজডাঙা। মঙ্গলবার সকালে এই মর্মান্তিক ঘটনা সামনে আসতেই গোটা এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। ৫০ নম্বর গোল্ড পার্কের তৃতীয় তলায় থাকতেন সরজিৎ ভট্টাচার্য, তাঁর স্ত্রী গার্গী এবং ছেলে আয়ুষ্মান। সকাল থেকে তাঁদের সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা উদ্বিগ্ন হয়ে পুলিশে খবর দেন।
পুলিশ এসে দেখে, ফ্ল্যাটের কোলাপসিবল গেট ও দরজা ভিতর থেকে বন্ধ। ভিতরে ঢুকে লিভিংরুমে সরজিতের ঝুলন্ত দেহ দেখতে পায় পুলিশ। পাশের ঘরে স্ত্রী ও ছেলের ঝুলন্ত দেহও উদ্ধার করা হয়। পরিবারের তিন সদস্যের এই একসঙ্গে এমন পরিণতি যেন বিশ্বাস করাও কঠিন স্থানীয়দের কাছে।
প্রাথমিকভাবে আত্মহত্যার সম্ভাবনার কথা ভাবা হলেও, পুলিশের তরফে এখনও কিছু নিশ্চিত করা হয়নি। হোমিসাইড স্কোয়াড ও গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নানা সম্ভাবনা খতিয়ে দেখছেন। এলাকাবাসীর অনেকে বলছেন, পরিবারটি কিছুদিন ধরেই নিঃসঙ্গ জীবন যাপন করছিলেন।
এই ঘটনা শুধুমাত্র এক পরিবারের ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, বরং নাগরিক সমাজে এক গভীর প্রশ্ন তুলে দিচ্ছে—এত বড় সিদ্ধান্ত নেওয়ার পিছনে কী ছিল সেই না বলা কষ্ট? তদন্তে উঠে আসা তথ্যই হয়তো ভবিষ্যতে খুলে দেবে সেই অন্ধকার পর্দা।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন