নিজস্ব সংবাদদাতা -হাইকোর্ট বলেছে, আবার চালু করতে হবে ১০০ দিনের কাজ। তাতে স্বস্তি পেয়েছে রাজ্য সরকার। কিন্তু এখনো কেন্দ্রীয় সরকারের অনুমতি আসেনি। তাই রাজ্য সরকার চিঠি লিখতে চলেছে—জানতে চাইবে, ১ অগস্ট থেকে কাজ শুরু করা যাবে কি না, আর নতুন বছরের বাজেটে কত টাকা বরাদ্দ করা হবে।
তবে রাজ্য চিন্তিত, কারণ আদালত কেন্দ্রীয় সরকারকে বলেছে তারা চাইলে শর্ত বসাতে পারে। ফলে কেন্দ্র আবার আদালতের রায়ের বিরুদ্ধে মামলা করতে পারে বলেও আশঙ্কা রয়েছে। তবে রাজ্যও প্রস্তুত, যাতে কেন্দ্র কোনও একতরফা সিদ্ধান্ত না নিতে পারে, তার জন্য সুপ্রিম কোর্টে কেভিয়েট দাখিলের ভাবনা চলছে।
রাজ্য আরও জানতে চায়—মনরেগার ২৭ নম্বর ধারা তুলে দেবে কি না কেন্দ্র, আর বকেয়া টাকা কবে মেটানো হবে।এখন সবটাই নির্ভর করছে কেন্দ্রীয় সরকারের উপর—তারা কত দ্রুত এবং কীভাবে এই প্রকল্প চালুর সিদ্ধান্ত নেয়।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন