নিজস্ব সংবাদদাতা – ৬৩ বছরের দিপালী মণ্ডলের জীবনের প্রতিটি সকাল কাটত শিক্ষার্থীদের জন্য নিজেকে প্রস্তুত করে। হাসনাবাদ ১১ নম্বর স্যান্ডেলার বিল এসএসকে স্কুলের এই শিক্ষিকা প্রতিদিনের মতোই বৃহস্পতিবার সকালে বেরিয়েছিলেন। কিন্তু সেই সকালই হয়ে উঠল তাঁর জীবনের শেষ সকাল।
হিঙ্গলগঞ্জের কিষাণ মান্ডির রাস্তায় দাঁড়িয়ে থাকা এক শিক্ষকাকে পেছন থেকে সজোরে ধাক্কা মারে দ্রুতগামী বাইক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাইকটি প্রায় ৬৫ কিমি/ঘণ্টা গতিতে ছিল এবং তাতে তিনজন যুবক ছিল। এমন দুর্ঘটনা না হলে দিপালীদেবী হয়তো আজও শ্রেণিকক্ষে থাকতেন, ছাত্রীদের পড়াতেন।
এই ঘটনার পর কেবল পরিবার নয়, গোটা গ্রাম মর্মাহত। স্থানীয়দের মতে, বাইক দৌরাত্ম্য এতটাই বেড়েছে যে রাস্তায় দাঁড়ানোও এখন নিরাপদ নয়। প্রশাসনের কাছে তাঁদের স্পষ্ট দাবি—এই রাস্তায় পিকেট বসানো হোক, বাইকের গতিবেগ নিয়ন্ত্রণে আনা হোক।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন