বিধানসভার লবিতে হঠাৎ লুটিয়ে পড়লেন তৃণমূল বিধায়ক, সহকর্মীদের তৎপরতায় বাঁচল প্রাণ

Spread the love

নিজস্ব সংবাদদাতা – একটি শান্ত সকাল হঠাৎই দুশ্চিন্তায় ভরে উঠল পশ্চিমবঙ্গ বিধানসভায়। নিজের ঘরের দিকে এগোচ্ছিলেন বলাগড়ের প্রবীণ তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী, আচমকাই বিধানসভার নির্জন লবিতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। কেবল পড়েই থেমে থাকেননি, সঙ্গে সঙ্গে সংজ্ঞাও হারান। চারপাশে তখন নিস্তব্ধতা, তবে ঘর থেকে শব্দ পেয়ে ছুটে আসেন সহকর্মীরা। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি, যিনি চোখে মুখে জল দিয়ে তাঁকে জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। পাশে দাঁড়ান তৃণমূলের বিধায়ক রহিমা মণ্ডল ও আরও কয়েকজন।

তবে চিকিৎসার জরুরি প্রয়োজন ছিল। সেই মুহূর্তে এগিয়ে আসেন বিজেপি বিধায়ক এবং চিকিৎসক ডা. অজয় পোদ্দার। মেডিকেল ইউনিটে খবর দেওয়া হলে চিকিৎসাকর্মীরা এসে জানান, মনোরঞ্জন ব্যাপারীর রক্তচাপ আশঙ্কাজনকভাবে বেড়ে গিয়েছে। তাই আর দেরি না করে তাঁকে দ্রুত নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখানেই চলছে তাঁর চিকিৎসা।

রাজনৈতিক দিক থেকে উল্লেখযোগ্য এই বিধায়ক ২০২১ সালে বলাগড় কেন্দ্র থেকে জিতে আসেন এবং বিজেপির সুভাষচন্দ্র হালদারকে হারিয়ে জয় ছিনিয়ে আনেন ৫,৭৮৪ ভোটে। তাঁর হঠাৎ এই অসুস্থতা সহকর্মীদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।

আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্বধারা – সত্যের সন্ধানে, আপনার সাথে


বিশ্বধারা - সত্যের সন্ধানে অবিচল,

আপনার বিশ্বস্ত সঙ্গী। পশ্চিমবঙ্গ ও বাইরের নিরপেক্ষ সংবাদে আমরা নিবেদিত। স্বচ্ছতা ও নির্ভুলতাই আমাদের মূল ভিত্তি। আমাদের সাথে থাকুন, সঠিক তথ্য জানুন।

This will close in 11 seconds