নিজস্ব সংবাদদাতা -সম্প্রতি জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস আর্থিক দিক থেকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। সংস্থাটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) কাছ থেকে তাদের হাতে থাকা জিও পেমেন্টস ব্যাঙ্কের শেয়ার কিনে নিয়েছে। ২০১৮ সালে যখন জিও পেমেন্টস ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়, তখন SBI-এর হাতে ছিল এর ১৭.৮৩ শতাংশ ইক্যুইটি শেয়ার। এবার সেই অংশীদারিত্বের প্রায় ৭ কোটি ৯০ লক্ষ ৮০ হাজার শেয়ার, অর্থাৎ প্রায় ১০৪ কোটি ৫৪ লক্ষ টাকার বিনিময়ে, সম্পূর্ণরূপে অধিগ্রহণ করেছে জিও ফাইন্যান্সিয়াল। এর ফলে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এখন জিও পেমেন্টস ব্যাঙ্কের একক মালিক। এই সিদ্ধান্ত শুধু মালিকানা কাঠামোই বদলায়নি, বরং জিও-র আর্থিক পরিষেবা খাতে স্বাধীনতা ও কৌশলগত নিয়ন্ত্রণ আরও মজবুত করেছে।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন