নিজস্ব সংবাদদাতা -আগেভাগেই রেকি করে, নিজস্ব ‘রুট ম্যাপ’ বানিয়ে শনিবার রাতে খাটুরা বাজার এলাকায় ডাকাতির ছক কষেছিল এক গ্যাং। তবে শেষমেশ পুলিশের তৎপরতায় বানচাল হয়ে যায় পুরো পরিকল্পনা। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার হয়েছে তিন দুষ্কৃতী—সঞ্জয় দাস, দীপক সাহা এবং সাগর মণ্ডল।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে সঞ্জয় দাস এই চক্রের মূল চক্রী, যিনি বারাসাতের কাজিপাড়া এলাকার বাসিন্দা। ধৃতদের রবিবার বারাসত আদালতে পেশ করা হলে তাঁদের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। জানা গেছে, তাঁদের বিরুদ্ধে একাধিক থানায় অপরাধের অভিযোগ রয়েছে।
গোবরডাঙা থানার পুলিশ নিয়মমাফিক টহলদারির সময় রাত সাড়ে দশটা নাগাদ খবর পায়, খাটুরা বাজারে কয়েকজন সন্দেহভাজন ঘোরাফেরা করছে। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে পুলিশ। ওসি পিঙ্কি ঘোষ জেরা চালানোর সময় ধৃতদের কাছ থেকে একটি ওয়ান শটার বন্দুক, এক রাউন্ড কার্তুজ, ছুরি এবং একটি মোটরসাইকেল উদ্ধার হয়। সঞ্জয়ের পকেট থেকে পাওয়া যায় একটি হাতে আঁকা ম্যাপ, যা তদন্তকারীদের দাবি অনুযায়ী ডাকাতির রেকির উদ্দেশ্যে তৈরি হয়েছিল
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন