নিজস্ব সংবাদদাতা – ২১ জুলাই শহিদ দিবসের মঞ্চকে ঘিরে রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেস প্রচারে ব্যস্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দল চাইছে রাজ্যবাসীর সামনে নিজেদের উন্নয়ন ও বাংলা-ঘেঁষা অবস্থান তুলে ধরতে। সেই লক্ষ্যে চলছে জোরদার প্রচার। তবে এই প্রচারের মধ্যেই পুরুলিয়ার রঘুনাথপুরে ঘটে গেছে এক আজব কাণ্ড—এক ফেস্টুনে দেখা গেছে একজন প্রয়াত নেতার নাম!
প্রসঙ্গত, ওই ব্যানারে তৃণমূলের প্রয়াত নেতা সুধীর বাউরীর নাম উল্লেখ করা হয়েছে। তিনি বহু বছর আগে মারা গেলেও, তাঁর নাম নতুন ফেস্টুনে দেখা যাওয়ায় স্বাভাবিকভাবেই অবাক সবাই। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে হাস্যরস, কটাক্ষ, আবার কেউ কেউ বলছেন—এটা শুধু ভুল নয়, দলের গাফিলতির প্রমাণ।
যদিও তৃণমূল এই বিষয়ে কিছু বলেনি এখনো, তবুও এই ঘটনা দলের প্রচারে জল ঢেলে দিয়েছে বলেই মনে করছেন অনেকেই। কারণ, যেখানে শহিদ দিবসের মঞ্চে রেকর্ড ভিড় জড়ো করার লক্ষ্যে সারাদেশ থেকে কর্মী-সমর্থকদের ডাকা হচ্ছে, সেখানে এমন ভুল দলের ভাবমূর্তির ক্ষতি করতে পারে।
সব মিলিয়ে, শহিদ দিবসের আগে এই বিতর্ক রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা এনেছে।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন