নিজস্ব সংবাদদাতা – উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যা শক্তি বাড়িয়ে দক্ষিণের দিকে এগোচ্ছে। এর প্রভাবে পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং বাংলাদেশের উপকূল অঞ্চল জুড়ে বৃষ্টির দাপট বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
সোমবার পশ্চিম মেদিনীপুরে অতিভারী বৃষ্টি হতে পারে। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম বর্ধমানেও ভারী বৃষ্টি হবে।
মঙ্গলবার বৃষ্টি আসবে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও দুই বর্ধমানে।
বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দুই ২৪ পরগনায়।
উত্তরবঙ্গেও একইরকম পরিস্থিতি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মালদহ, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলায় বজ্র-বিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি থাকবে।
সমুদ্র এখন উত্তাল। তাই উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বৃষ্টির জেরে নদী ফুলে-ফেঁপে উঠতে পারে, ফলে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। শহরাঞ্চলেও যান চলাচলে সমস্যা হতে পারে।
কলকাতায় সোমবার ও মঙ্গলবার মেঘলা আকাশ থাকবে। দু-এক পশলা বৃষ্টিও হবে।
আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি, গতকাল সর্বোচ্চ ৩২.৩ ডিগ্রি। বাতাসে আদ্রতা ৭৮% থেকে ৯৭% পর্যন্ত। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ১৭ মিমি।
এছাড়াও দেশের বহু রাজ্যে যেমন রাজস্থান, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, গুজরাত, দিল্লি, উত্তরাখণ্ড, অসম, সিকিম, গোয়া—সবখানেই বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন