নিজস্ব সংবাদদাতা – সোমবারের সকালজুড়ে আন্নামায়া জেলার রেড্ডি চেরুভু কাট্টা গ্রাম ছিল স্তব্ধ। রাতেই ঘটে গেছে ভয়ঙ্কর দুর্ঘটনা—জীবিকার টানে বেরিয়ে পড়া শ্রমিকদের একাংশ আর বাড়ি ফিরবেন না। ট্রাক ভর্তি আমের বস্তার নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন ৯ জন শ্রমিক, যাঁদের মধ্যে ছিলেন মহিলারাও।
২১ জন শ্রমিক একটি ফার্ম থেকে আম তুলে ট্রাকে করে রওনা দিয়েছিলেন রেল কোদুরু বাজারের দিকে। বসার জায়গা না থাকায় তাঁরা বসেছিলেন টন টন আমের বস্তার উপর। হঠাৎই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে একটি পুকুর পাড়ে। মুহূর্তের মধ্যেই সেই শ্রমিকদের উপর হুড়মুড়িয়ে পড়ে ভারী আমের বস্তাগুলি।
এই মৃত্যু শুধুই দুর্ঘটনা নয়—এই মৃত্যু যেন দারিদ্র্য আর অবহেলার করুণ দলিল। শ্রমিকদের উপযুক্ত পরিবহণের বন্দোবস্ত না থাকা, অতিরিক্ত মাল বোঝাই, আর সুরক্ষা ব্যবস্থার ঘাটতি—সব মিলিয়ে এই দুর্ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখাল শ্রমিক জীবনের অনিশ্চয়তা।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিকট শব্দ শুনে তাঁরা ছুটে আসেন। পুলিশ ও প্রশাসন দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও ৯ জনকে আর বাঁচানো যায়নি। ১০ জন আহত শ্রমিকের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
রাজ্য সরকারের পক্ষ থেকে মৃত ও আহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হলেও, প্রশ্ন উঠছে—এই ধরনের শ্রমজীবীদের সুরক্ষায় আর কতটা প্রস্তুত আমাদের প্রশাসনিক কাঠামো? আদৌ কি এই মৃত্যুগুলি আটকানো যেত না?
শোকপ্রকাশ করেছেন মন্ত্রী ও প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে একদিনের শোক নয়, এই দুর্ঘটনার থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে যেন আর একজন শ্রমিককেও এমন মৃত্যু বরণ করতে না হয়—এই আশাই করছে রাজ্যবাসী।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন