নিজস্ব সংবাদদাতা – জোকা-মাঝেরহাট মেট্রো রুটে যাত্রীদের জন্য পরিষেবা আরও উন্নত হচ্ছে। আগামী সোমবার, অর্থাৎ ১৪ জুলাই থেকে এই রুটে মোট ৭২টি মেট্রো পরিষেবা চালু করা হবে। বর্তমানে এই রুটে দিনে ৬২টি ট্রেন চলে।
মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনের ব্যবধান কমিয়ে আনা হচ্ছে। আগে প্রতি ২৪ মিনিট অন্তর একটি ট্রেন থাকত, সোমবার থেকে তা কমে হবে ২১ মিনিট অন্তর। এতে যাত্রীদের স্টেশনে অপেক্ষার সময় কমবে।
পরিবর্তন এসেছে দিনের শেষ মেট্রো সময়সূচিতেও। এতদিন জোকা ও মাঝেরহাট থেকে রাত ৮টায় শেষ ট্রেন ছাড়ত। এখন থেকে দুই প্রান্ত থেকে রাত ৮টা ১৫ মিনিটে শেষ ট্রেন ছাড়বে।
তবে দিনের প্রথম ট্রেনের সময় অপরিবর্তিত থাকছে। জোকা থেকে সকাল ৭টা ৫৭ মিনিটে এবং মাঝেরহাট থেকে সকাল ৮টায় দিনের প্রথম মেট্রো চলবে।
মেট্রো রেল কর্তৃপক্ষের মতে, এই পরিবর্তনের ফলে যাত্রীদের সুবিধা হবে এবং যাত্রাপথ আরও আরামদায়ক হয়ে উঠবে।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন