বৃষ্টির তীব্রতা কমলেও বিপদ কাটেনি: দক্ষিণ শান্ত, উত্তরে ফের ঘনাচ্ছে মেঘ

Spread the love

নিজস্ব সংবাদদাতা -দক্ষিণবঙ্গে টানা এক সপ্তাহের বৃষ্টির পর অবশেষে কিছুটা স্বস্তি ফিরেছে। কলকাতা ও তার আশপাশের জেলাগুলিতে জলের স্তর কমেছে, আকাশও অনেকটাই পরিষ্কার হয়েছে। কিন্তু হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, এই স্বস্তি অস্থায়ী — কারণ উত্তরবঙ্গে আবারও বৃষ্টির সম্ভাবনা জোরালো হচ্ছে।

বুধবার রাতেই নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়ার ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। তবে ১৫ জুলাই থেকে দুই ২৪ পরগনা এবং পুরুলিয়ায় আবার ভারী বৃষ্টি হতে পারে।

একইভাবে উত্তরবঙ্গে ১৪ জুলাই থেকে ফের বৃষ্টির দাপট বাড়বে। বিশেষ করে জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, কালিম্পংয়ের মতো পাহাড়ি এবং সমতল জেলাগুলিতে ১৫ থেকে ১৭ জুলাই পর্যন্ত টানা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমলেও এই সময়ে দ্রুত জল নিকাশি ব্যবস্থা সচল রাখতে হবে, কারণ একদিনের ভারী বৃষ্টি আবারও আগের পরিস্থিতি ফিরিয়ে দিতে পারে।

গত সপ্তাহে মাত্র একদিনে শহরের রাস্তাঘাট জলমগ্ন হয়েছিল, বহু মানুষ অফিস বা জরুরি কাজে সমস্যায় পড়েছিলেন। কলকাতার বুকে দ্রুত জল নামলেও এই ধরনের পরিস্থিতি সারা রাজ্যে রোধ করতে প্রস্তুতি দরকার।

তবে আশার কথা, এই মুহূর্তে উপকূলবর্তী জেলাগুলিতে সমুদ্র পরিস্থিতি শান্ত, তাই মৎস্যজীবীদের উপর কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি।

যদিও আবহাওয়া পরিবর্তনশীল, তবে সচেতনতা এবং পূর্ব প্রস্তুতি থাকলে ক্ষয়ক্ষতির সম্ভাবনা অনেকটাই কমানো সম্ভব।

আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্বধারা – সত্যের সন্ধানে, আপনার সাথে


বিশ্বধারা - সত্যের সন্ধানে অবিচল,

আপনার বিশ্বস্ত সঙ্গী। পশ্চিমবঙ্গ ও বাইরের নিরপেক্ষ সংবাদে আমরা নিবেদিত। স্বচ্ছতা ও নির্ভুলতাই আমাদের মূল ভিত্তি। আমাদের সাথে থাকুন, সঠিক তথ্য জানুন।

This will close in 11 seconds