মৌসুমী বৃষ্টির ছন্দপতন: দক্ষিণ ও উত্তরবঙ্গের দুই বিপরীত চিত্র

Spread the love

নিজস্ব সংবাদদাতা – বুধবারের সকালে বজ্রবিদ্যুৎ সহ তীব্র বৃষ্টিতে একপ্রকার চমকে উঠেছিল কলকাতা ও দক্ষিণবঙ্গ। এরপরই রোদ ওঠে, শুরু হয় রোদ-বৃষ্টির ছন্দ। এই হঠাৎ পরিবেশ পরিবর্তনের পিছনে রয়েছে মৌসুমী অক্ষরেখা এবং বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ। এই নিম্নচাপ এখন ধীরে ধীরে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে সরে যাচ্ছে, যার প্রভাবে আজ থেকেই দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে।

আবহাওয়া দপ্তরের হিসেব অনুযায়ী, কলকাতার তাপমাত্রা এখন নিয়ন্ত্রিত। তবে আকাশ থাকবে আংশিক মেঘলা এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এখনও বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার সতর্কতা রয়েছে, যার মধ্যে হলুদ সর্তকতা জারি হয়েছে কয়েকটি জেলায়।

তবে আশার কথা হল, ভারী বৃষ্টির আশঙ্কা নেই বলে আপাতত জলাবদ্ধতা ও নাগরিক দুর্ভোগ অনেকটা কমবে। সমুদ্র পরিস্থিতিও স্বাভাবিক হচ্ছে। মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে, যদিও কিছু নিচু এলাকা ডিভিসির জল ছাড়ার ফলে এখনও জলের নিচে।

অন্যদিকে, উত্তরবঙ্গের চিত্র সম্পূর্ণ আলাদা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরে আগামী সপ্তাহেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষত পাহাড়ি এলাকায় ধস নামার প্রবল সম্ভাবনা থাকায় স্থানীয় প্রশাসন এবং পর্যটকদের আগাম সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।

মোটের উপর, দক্ষিণবঙ্গ ধীরে ধীরে স্বস্তির দিকে এগোলেও উত্তরবঙ্গের সামনে এখনও কিছু দিন প্রকৃতির চ্যালেঞ্জ রয়ে যাচ্ছে। সঠিক পূর্বাভাস ও সচেতনতা এই সময়ে সবচেয়ে বড় অস্ত্র।

আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্বধারা – সত্যের সন্ধানে, আপনার সাথে


বিশ্বধারা - সত্যের সন্ধানে অবিচল,

আপনার বিশ্বস্ত সঙ্গী। পশ্চিমবঙ্গ ও বাইরের নিরপেক্ষ সংবাদে আমরা নিবেদিত। স্বচ্ছতা ও নির্ভুলতাই আমাদের মূল ভিত্তি। আমাদের সাথে থাকুন, সঠিক তথ্য জানুন।

This will close in 11 seconds