ভারত-রাশিয়া সম্পর্কের এক নতুন অধ্যায়—১০ লক্ষ কর্মী আদানপ্রদান ও কৌশলগত বন্ধুত্ব

Spread the love

নিজস্ব সংবাদদাতা – বিশ্ব রাজনীতির জটিল আবর্তে ভারত ও রাশিয়া দীর্ঘদিন ধরেই একে অপরের কৌশলগত মিত্র। অথচ সাম্প্রতিক কালের এক ব্যতিক্রমী চুক্তি এই বন্ধুত্বকে অন্য এক উচ্চতায় পৌঁছে দিয়েছে। চলতি বছরের শেষের আগেই ভারত থেকে ১০ লক্ষ দক্ষ কর্মী রাশিয়ায় কাজ করতে যাচ্ছেন—এ যেন অর্থনৈতিক সম্পর্ককে মানবসম্পদের স্তরে রূপান্তরের এক নতুন অধ্যায়।

রাশিয়ার উরাল পর্বতের স্ভের্দলোভস্ক অঞ্চল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে শ্রমিক সংকট ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। যুদ্ধ এবং অভ্যন্তরীণ অনাগ্রহের ফলে ভারী শিল্প ও সামরিক উৎপাদনের গতি ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে ভারতের শ্রমশক্তি হয়ে উঠেছে রাশিয়ার জন্য এক মূল্যবান সম্পদ।

শুধু অর্থনৈতিক নয়, কূটনৈতিক দিক থেকেও এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যখন পশ্চিমা দুনিয়া রাশিয়াকে নানা নিষেধাজ্ঞায় জর্জরিত করে রেখেছে, তখন ভারত একাধিকবার কূটনৈতিক ভাবে রাশিয়ার পাশে দাঁড়িয়েছে—অপরিশোধিত তেল কেনা হোক বা জাতিসংঘে অবস্থান হোক। এবার মানবসম্পদের আদানপ্রদানে ভারত আবার একপ্রকার কৌশলগত বন্ধুত্বের সিলমোহর দিল।

বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ রাশিয়ার দীর্ঘমেয়াদি শিল্প উৎপাদনকে চাঙ্গা করতে পারে এবং ভারতীয় কর্মীদের জন্যও এটি নতুন সুযোগের দুয়ার খুলে দেবে। আন্তর্জাতিক সম্পর্ক, শ্রমনীতি ও অভিবাসন আইন—সব দিক মিলিয়ে এই ঘটনা বিশ্ব রাজনীতিতে এক যুগান্তকারী দৃষ্টান্ত হিসেবেই বিবেচিত হচ্ছে।

আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্বধারা – সত্যের সন্ধানে, আপনার সাথে


বিশ্বধারা - সত্যের সন্ধানে অবিচল,

আপনার বিশ্বস্ত সঙ্গী। পশ্চিমবঙ্গ ও বাইরের নিরপেক্ষ সংবাদে আমরা নিবেদিত। স্বচ্ছতা ও নির্ভুলতাই আমাদের মূল ভিত্তি। আমাদের সাথে থাকুন, সঠিক তথ্য জানুন।

This will close in 11 seconds