বৃষ্টি থামার নাম নেই, ভিজছে বাংলা একটানা জলে

Spread the love

নিজস্ব সংবাদদাতা – বিরাম নেই, স্বস্তি নেই— আকাশ যেন কান্না থামাতে জানে না। টানা বৃষ্টিতে বাংলার চেনা চেহারাই পাল্টে গেছে। শহরের রাস্তাঘাট থেকে গ্রামের মেঠোপথ, সর্বত্র জল আর জল। বহুদিন ধরে রোদের দেখা নেই, মেঘ আর বৃষ্টি যেন আঁধার কুয়াশার মতো ঢেকে রেখেছে রাজ্যকে।

বৃষ্টির মূলে রয়েছে নিম্নচাপ, যা ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে সরে গেলেও এর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এখনো বৃষ্টির কবলে। সক্রিয় মৌসুমী অক্ষরেখার হাত ধরে আজও জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।

দক্ষিণবঙ্গের চার জেলা — পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে আজ রয়েছে হলুদ সতর্কতা। কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে বইবে দমকা হাওয়া, যার বেগ ঘণ্টায় ৪০ কিমি পর্যন্ত পৌঁছতে পারে।

শুধু আজ নয়, বৃহস্পতিবারও থাকবে বৃষ্টির আবহ। যদিও শুক্রবার কিছুটা স্বস্তি মেলে, তবে শনিবার-রবিবার আবারও ঝেঁপে পড়তে পারে বৃষ্টি।

উত্তরবঙ্গেও আজ বৃষ্টি দাপুটে। জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতেও চলছে মেঘলা আকাশ, বৃষ্টির ছোঁয়া। সপ্তাহান্তে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ, সোমবার থেকে আবারও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে একাধিক জেলায়।

প্রকৃতির এই অঝোর রূপে ভিজছে বাংলা। তবে আশঙ্কাও কম নয়— জল জমে জনজীবনে দুর্ভোগ, বিপর্যয়ের শঙ্কা পিছু ছাড়ছে না।

আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্বধারা – সত্যের সন্ধানে, আপনার সাথে


বিশ্বধারা - সত্যের সন্ধানে অবিচল,

আপনার বিশ্বস্ত সঙ্গী। পশ্চিমবঙ্গ ও বাইরের নিরপেক্ষ সংবাদে আমরা নিবেদিত। স্বচ্ছতা ও নির্ভুলতাই আমাদের মূল ভিত্তি। আমাদের সাথে থাকুন, সঠিক তথ্য জানুন।

This will close in 11 seconds