নিজস্ব সংবাদদাতা – বিনিয়োগ শব্দটা শুনলেই অনেকের মনে বড় অঙ্কের টাকা, ঝুঁকি আর জটিলতার কথা আসে। তবে সদ্য বিনিয়োগ শুরু করতে চাওয়া সাধারণ মানুষের জন্য এসআইপি (সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান) হতে পারে সহজ, নিরাপদ এবং দীর্ঘমেয়াদে লাভজনক এক পথ। বিশেষজ্ঞদের মতে, কেউ যদি মাসে মাত্র ২ হাজার টাকা করে নিয়মিত বিনিয়োগ করেন এবং দীর্ঘ ২৫ বছর ধরে তা বজায় রাখেন, তাহলে ১২ শতাংশ হারে সুদ পেলে তার পরিণতি হতে পারে প্রায় ৩৪ লক্ষ টাকার মালিকানা। এমনকী মাসে মাত্র ১ হাজার টাকা দিয়েও শুরু করা সম্ভব।
তবে এই পরিকল্পনায় সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হল “লক্ষ্য এবং স্থায়িত্ব”। এসআইপি আপনার সন্তানের ভবিষ্যতের শিক্ষা, আপনার অবসর জীবন বা যেকোনো হঠাৎ দরকারে বিপুল সহায়তা করতে পারে। এটা যেন ভবিষ্যতের জন্য একটা ‘অটোমেটিক ফিনান্সিয়াল কুশন’। বিশ্লেষকরা বলছেন, একবার বিনিয়োগ শুরু করলে তা নিয়মিত চালিয়ে যান এবং সময়মতো তা আপনাকে চমকে দেওয়ার মতো রিটার্ন দেবে। তবে বিনিয়োগের আগে প্রয়োজনে আর্থিক পরামর্শদাতার সঙ্গে আলোচনা করুন এবং ভালো করে যাচাই করে নিন স্কিম ও সংস্থাটি ঠিক কি না।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন