নিজস্ব সংবাদদাতা-আষাঢ় সজলঘন আঁধারে ভেজা সকাল… এবছরের মতো আষাঢ় বিদায় নিতে চলেছে, কিন্তু যাওয়ার আগে রেখে যাচ্ছে তার চিরচেনা রূপ—অবিরাম বৃষ্টি আর প্রকৃতির রুদ্র রূপ। মঙ্গলবার সকাল হতেই আকাশ ঢেকে গিয়েছে ভারী মেঘে। দক্ষিণ কলকাতা থেকে শুরু হয়ে উত্তরের পথে এগিয়ে চলেছে ঝমঝমিয়ে বৃষ্টি। শহরের অনেক জায়গায় হাঁটুসমান জল জমে, যেন শহর ডুবে গিয়েছে আষাঢ়ের শেষ অশ্রুজলে।
দক্ষিণবঙ্গের একাধিক জেলা জুড়ে শুরু হয়েছে প্রাকৃতিক উথালপাতাল। হাওয়া অফিসের পূর্বাভাস মতোই, কলকাতা, হাওড়া, দুই পরগনা, দুই মেদিনীপুরে জারি হয়েছে বৃষ্টির সতর্কতা। কোথাও মাঝারি তো কোথাও অতিভারী বর্ষণ। মেদিনীপুর ও পুরুলিয়ায় জারি হয়েছে কমলা সতর্কতা, আর বাকি জেলাগুলিতে হলুদ সংকেত। মঙ্গলবার কাটবে বৃষ্টিতে ভিজে, তবে বৃহস্পতিবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতির ইঙ্গিত দিলেও বিক্ষিপ্ত বৃষ্টির হাতছানি থাকছেই।
বর্ষার মাঝামাঝি এসে আবার মাথাচাড়া দিয়ে উঠেছে নিম্নচাপ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশার উত্তরভাগে সৃষ্ট ঘূর্ণাবর্ত ক্রমশ ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে, যা ধীরে ধীরে এগিয়ে চলেছে ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের দিকে। তারই জেরে জেলায় জেলায় ছড়িয়ে পড়েছে বৃষ্টি। সমুদ্রের বুকে উঠেছে উত্তাল ঢেউ, আর মৎস্যজীবীদের দেওয়া হয়েছে সতর্ক বার্তা—থেমে থাকুন, সমুদ্র আজ শান্ত নয়।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন