নিজস্ব সংবাদদাতা – ২০২১ সালের বিধানসভা নির্বাচনের দিন ঘটে যাওয়া এক নির্মম অপরাধের পর অবশেষে ন্যায় পেল নির্যাতিতা। মালদার পকসো আদালত প্রথমবারের মতো ভোট-পরবর্তী হিংসা মামলায় সাজা ঘোষণা করল। তৃণমূল নেতা রফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা ধার্য করা হয়েছে। অভিযোগ— নির্বাচন চলাকালীন এক নাবালিকাকে ধর্ষণ করেছিলেন তিনি।
শুধু এতেই শেষ নয়, জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের নির্দেশও দিয়েছেন বিচারক। গত বুধবার আদালত রফিকুলকে দোষী সাব্যস্ত করেছিল, আর শুক্রবার ঘোষণা হলো শাস্তি।
এই রায় রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। অনেকে মনে করছেন, এটি নারী নির্যাতনের বিরুদ্ধে আইনের কঠোর অবস্থানকে স্পষ্টভাবে সামনে এনেছে। পাশাপাশি, এটি সিবিআই-এর দীর্ঘ তদন্তের সফল সমাপ্তি— যা এই মামলায় ন্যায়বিচারের পথ তৈরি করেছে।
এই রায় একদিকে যেমন অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দিকটি তুলে ধরে, তেমনি ভোটের আবহে ঘটে যাওয়া অপরাধগুলোর বিচারপ্রক্রিয়া কতটা গুরুত্বপূর্ণ তা সমাজ ও রাজনীতির জন্য একটি সতর্ক বার্তা হিসেবেও কাজ করবে।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন