নিজস্ব সংবাদদাতা- “যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পূরণ করুন।”— প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এমনই কড়া ভাষায় মনে করিয়ে দিলেন রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়্গে। জম্মু ও কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে তাঁরা একজোট হয়েছেন।
বুধবার মোদিকে পাঠানো চিঠিতে লোকসভা ও রাজ্যসভার দুই বিরোধী দলনেতা অনুরোধ করেছেন, বাদল অধিবেশনেই যেন এই সংক্রান্ত বিল আনা হয়। তাঁদের যুক্তি, পাঁচ বছর ধরে উপত্যকার মানুষ অপেক্ষা করে আছেন রাজ্যের স্বীকৃতি ফিরে পাওয়ার জন্য।
চিঠিতে তাঁরা প্রধানমন্ত্রীকে স্মরণ করিয়ে দেন তাঁর নিজের ভাষণ— শ্রীনগরের মঞ্চে দাঁড়িয়ে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদি। সুপ্রিম কোর্টেও সে প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে।
রাহুল ও খাড়্গে আরও একটি বিষয় স্পষ্ট করেছেন— লাদাখের অধিবাসীদের সাংবিধানিক অধিকার রক্ষার জন্য তাদের ষষ্ঠ তফসিলের আওতায় আনার দাবি।
প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও কেন্দ্রের প্রতি একই আহ্বান জানিয়েছেন। রাজনৈতিক সমর্থন ধীরে ধীরে জোরালো হচ্ছে। প্রশ্ন উঠছে— প্রতিশ্রুতি কি বাস্তবায়িত হবে?
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন