“আঘাত করলে প্রত্যাঘাত হবেই”: রাজপথে বৃষ্টিভেজা প্রতিবাদের ধ্বনি

Spread the love

নিজস্ব সংবাদদাতা – আকাশ ছিল মেঘলা। ঝিরঝিরে বৃষ্টিতে ভিজছিল শহর। আর তারই মাঝে বৃষ্টিভেজা রাজপথে এক প্রতিবাদের মিছিল— নেতৃত্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং— রাজপথ জুড়ে ছিল মানুষের ঢল। কেউ প্ল্যাকার্ড হাতে, কেউ স্লোগানে গলা মেলাচ্ছেন।

বাঙালির ভাষা, পরিচয়, আর অস্তিত্ব যখন প্রশ্নের মুখে, তখন শহরের বুক থেকে জোর গলায় আওয়াজ তুললেন মমতা— “আঘাত করলে প্রত্যাঘাত হবেই। বাংলাকে যিনি আহত করেন, তিনি জানেন না এই বাঘ কতটা ভয়ঙ্কর হতে পারে।”

আসাম, ওড়িশা, দিল্লি— একের পর এক রাজ্যে বাংলাভাষীদের উপর নেমে আসছে দমন-পীড়নের ছায়া। কখনও পুশব্যাক, কখনও আটক, এমনকি জল-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার মতো ঘটনাও সামনে এসেছে। বাংলায় কথা বলাই এখন অপরাধ!

এই লজ্জার বিরুদ্ধে শহরের রাজপথে দাঁড়িয়ে মমতা বললেন, “আমি বাংলায় আরও বেশি করে কথা বলব। দেখি কতটুকু ক্ষমতা আছে! আমাকেও যদি পাঠাতে হয় ডিটেনশন ক্যাম্পে— পাঠান!”

মঞ্চ থেকে ‘খেলা হবে’র সুরে হুঁশিয়ারি ছুড়ে দিলেন— “আমরা দিল্লি দখল করব। গণতান্ত্রিক পথে, নির্বাচনের ময়দানেই জবাব আসবে।”

সেই মিছিলে যেমন ছিলেন তৃণমূল কর্মীরা, তেমনই ছিলেন সাধারণ মানুষ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এক কণ্ঠে প্রতিবাদ জানালেন— “বাংলা ভাষা অপরাধ নয়!”

আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্বধারা – সত্যের সন্ধানে, আপনার সাথে


বিশ্বধারা - সত্যের সন্ধানে অবিচল,

আপনার বিশ্বস্ত সঙ্গী। পশ্চিমবঙ্গ ও বাইরের নিরপেক্ষ সংবাদে আমরা নিবেদিত। স্বচ্ছতা ও নির্ভুলতাই আমাদের মূল ভিত্তি। আমাদের সাথে থাকুন, সঠিক তথ্য জানুন।

This will close in 11 seconds