এক মুহূর্তেই ধূলিসাৎ! বান্দ্রায় ধসে পড়ল তিনতলা আবাসন, চলছে উদ্ধার তৎপরতা

Spread the love

নিজস্ব সংবাদদাতা -আলোর রেখা তখনও পুরোপুরি ছুঁয়েইনি মুম্বই শহরকে। হঠাৎই বিকট শব্দ! ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায় একটি তিনতলা ভবন—ঘুম ভেঙে যায় একটি গোটা এলাকার।

এটি মুম্বইয়ের বান্দ্রা অঞ্চলের ভারত নগর। শুক্রবার ভোর ৫টা ৫২ মিনিট। এক মুহূর্তেই ভেঙে পড়ে পুরনো আবাসনটি। ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা বহু মানুষ তখন আটকে পড়েন কংক্রিটের নিচে।

স্থানীয়রা ছুটে আসেন। খবর যায় প্রশাসনের কাছে। মিনিটের মধ্যে জড়ো হয় আটটি দমকল ইঞ্জিন, অ্যাম্বুলেন্স, উদ্ধারকারী দল। দমকল, পুলিশ, BMC, MHADA, আদানি ইমার্জেন্সি কর্মী—সবাই একযোগে শুরু করেন উদ্ধারকাজ।

ধ্বংসস্তূপ থেকে এখনও পর্যন্ত সাতজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের ভাবা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলছে।

একজন জ্যেষ্ঠ দমকল আধিকারিক জানান, “ধ্বংসস্তূপের তলায় আরও অনেকে আটকে থাকতে পারেন। এখনও অনুসন্ধান চলছে।”

ঘটনার প্রকৃত কারণ এখনো অস্পষ্ট, তবে অনুমান—পুরনো ভবনের দুর্বল কাঠামো ও লাগাতার বৃষ্টিপাতের চাপে এ ধস। মুম্বইয়ের বর্ষাকালে এমন দুর্ঘটনা নতুন নয়, কিন্তু প্রতিবারই রয়ে যায় প্রশ্ন—রক্ষণাবেক্ষণে কি আরও সতর্ক হওয়া যেত না?

আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্বধারা – সত্যের সন্ধানে, আপনার সাথে


বিশ্বধারা - সত্যের সন্ধানে অবিচল,

আপনার বিশ্বস্ত সঙ্গী। পশ্চিমবঙ্গ ও বাইরের নিরপেক্ষ সংবাদে আমরা নিবেদিত। স্বচ্ছতা ও নির্ভুলতাই আমাদের মূল ভিত্তি। আমাদের সাথে থাকুন, সঠিক তথ্য জানুন।

This will close in 11 seconds