নিজস্ব সংবাদদাতা -;মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে তাঁর যোগ থাকার ইঙ্গিত দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে প্রভাবশালী মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল। এর প্রতিবাদে ট্রাম্প সংবাদপত্রটির বিরুদ্ধে ১০০০ কোটি ডলারের মানহানির মামলা দায়ের করেছেন।
ট্রাম্পের আইনজীবীরা বলেন, সংবাদপত্রটি “ভিত্তিহীন ও মিথ্যা” তথ্য পরিবেশন করে তাঁর ভাবমূর্তি ধ্বংস করার চেষ্টা করেছে। এই প্রচার শুধুমাত্র তাঁর ব্যক্তিগত সুনাম নয়, বরং তাঁর রাজনৈতিক ক্যারিয়ারেও আঘাত হেনেছে।
এই ঘটনার প্রেক্ষিতে ট্রাম্প প্রশাসন এপস্টিন মামলার গ্র্যান্ড জুরি সাক্ষ্যের কিছু অংশ জনসমক্ষে আনার আবেদন জানিয়েছে নিউইয়র্কের আদালতে। অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি এই সংক্রান্ত নথি প্রকাশে সম্মতি দেওয়ার পরেই এই পদক্ষেপ নেয় ট্রাম্পপক্ষ।
প্রসঙ্গত, ২০১৯ সালে যৌন পাচারের অভিযোগে গ্রেফতার হওয়ার পর জেলে মৃত্যু হয় জেফ্রি এপস্টিনের। কিন্তু তাঁর সঙ্গে বহু প্রভাবশালী ব্যক্তিত্ব—রাজনীতিক, শিল্পপতি, এমনকি রাজপরিবারের সদস্যদের সম্পর্কের গুঞ্জন আজও ধোঁয়াশাচ্ছন্ন।
এই অবস্থায় ট্রাম্পের নাম নতুন করে এই বিতর্কে জড়ানো এবং তাতে ওয়াল স্ট্রিট জার্নাল-এর ভূমিকা নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। বিশেষত, ২০২৪–২৫ নির্বাচনের প্রাক্কালে এই ঘটনা রাজনৈতিক প্রতিপক্ষের হাতে ট্রাম্পবিরোধী প্রচারের হাতিয়ার হয়ে উঠতে পারে।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন