২১ জুলাই সভা নিয়ে চাপানউতোর, যানজট রুখতে কলকাতা পুলিশকে হাই কোর্টের কড়া নির্দেশ

Spread the love

নিজস্ব সংবাদদাতা – তৃণমূল কংগ্রেসের ২১ জুলাই ধর্মতলা সভা ঘিরে যানজট এবং জনদুর্ভোগ নিয়ে ফের প্রশ্ন তুলল কলকাতা হাই কোর্ট। অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের দায়ের করা মামলার প্রেক্ষিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শুক্রবার স্পষ্ট নির্দেশ দেন, ২১ জুলাই সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত মধ্য কলকাতায় কোনও যানজট হওয়া চলবে না।

আদালত জানায়—

সকাল ৮টার মধ্যে মিছিল শেষ করে সভাস্থলে পৌঁছতে হবে।

৯টার মধ্যে সমস্ত জমায়েত স্থির (settle) করতে হবে।

হাই কোর্ট চত্বর ও আশপাশের ৫ কিমি এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখতে হবে।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে কী কী পদক্ষেপ নেওয়া হবে, তা জানাতে হবে পুলিশ কমিশনারকে।

তৃণমূলের পক্ষ থেকে বলা হয়, এই মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান, মিছিলের জন্য বিকল্প রুট, ট্র্যাফিক কন্ট্রোল, হেল্পলাইন, এমনকি মালগাড়ি ও ট্রাম ৩ ঘণ্টার জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিচারপতি পাল্টা বলেন, “তাহলে যানজট হবে না বলে মুচলেকা দিন।” আদালত স্পষ্ট করে দেয়, সভাস্থল পরিবর্তন করা হবে না, তবে আগামী বছর শহিদ মিনার, ব্রিগেড ইত্যাদি জায়গা বিবেচনা করতে হবে।

তিনি আরও বলেন, যেমন পুজোর সময় পুলিশ যানজট নিয়ন্ত্রণ করে, তেমনটাই ২১ জুলাইতেও চাই।

সভায় আনুমানিক ১০ লক্ষ লোক হবে বলে জানানো হয় প্রশাসনের তরফে। আদালত নির্দেশ দিয়েছে, ২১ আগস্টের মধ্যে পুলিশকে হলফনামা জমা দিতে হবে – সেই দিন হাইকোর্টের নির্দেশ মানা হয়েছিল কি না, তার বিস্তারিত বিবরণ সহ।

আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্বধারা – সত্যের সন্ধানে, আপনার সাথে


বিশ্বধারা - সত্যের সন্ধানে অবিচল,

আপনার বিশ্বস্ত সঙ্গী। পশ্চিমবঙ্গ ও বাইরের নিরপেক্ষ সংবাদে আমরা নিবেদিত। স্বচ্ছতা ও নির্ভুলতাই আমাদের মূল ভিত্তি। আমাদের সাথে থাকুন, সঠিক তথ্য জানুন।

This will close in 11 seconds