নিজস্ব সংবাদদাতা – এই বছরের সবচেয়ে বড় অনলাইন শপিং উৎসব অ্যামাজন প্রাইম ডে ২০২৫ এবার আরও বড়, আরও আকর্ষণীয়! ১২ জুলাই মধ্যরাত থেকে শুরু হয়ে চলবে ১৪ জুলাই পর্যন্ত—পুরো ৭২ ঘণ্টার ব্লকবাস্টার ডিল! শুধু প্রাইম মেম্বারদের জন্য নির্দিষ্ট এই মেগা ইভেন্টে আপনি পেয়ে যাবেন ৪০০-রও বেশি জনপ্রিয় ব্র্যান্ডের অসাধারণ অফার, এক্সক্লুসিভ প্রোডাক্ট লঞ্চ এবং দুর্দান্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট।
iPhone 15 থেকে OnePlus 13s, Samsung Galaxy S24 Ultra পর্যন্ত—সব প্রিমিয়াম স্মার্টফোনে থাকছে ৪০% পর্যন্ত ছাড়। Dell, Lenovo, HP, এবং Apple-এর ল্যাপটপ ও ট্যাবলেটে ৬০% পর্যন্ত অফার। টিভি এবং হোম অ্যাপ্লায়েন্সেও থাকছে ৬৫% পর্যন্ত ডিসকাউন্ট! LG, Samsung, Haier-এর ফ্রিজ, ওয়াশিং মেশিন ও AC-তে এক্সচেঞ্জ অফারে ১৭,০০০ টাকা এবং কুপনে ৫,০০০ টাকার পর্যন্ত সাশ্রয়!
ব্যাঙ্ক অফারেও চমক: ICICI ও SBI ক্রেডিট/ডেবিট কার্ডে ইনস্ট্যান্ট ১০% ডিসকাউন্ট, EMI-তে কোনও সুদ নেই, এমনকি পুরোনো ডিভাইস এক্সচেঞ্জেও ৬০,০০০ টাকা পর্যন্ত ছাড়!
তাই দেরি না করে আজই নিন প্রাইম মেম্বারশিপ—শুরু হচ্ছে মাত্র ₹৩৯৯ থেকে। আর প্রি-ডিলের সুবিধা পেতে অ্যামাজন অ্যাপে এখনই প্রোডাক্ট উইশলিস্ট করে রাখুন। শপিংয়ের সঙ্গে বিনোদনেরও মেলা—প্রাইম ভিডিও-তে থাকছে ১৭টি নতুন শো ও সিনেমার ঝলক। এই প্রাইম ডে-তে সুযোগ হারাবেন না যেন!
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন