নিজস্ব সংবাদদাতা – আপনি যদি দক্ষিণবঙ্গে থাকেন, তাহলে ছাতা বা রেইনকোট হাতের কাছেই রাখুন। কারণ বৃহস্পতিবার (৪ জুলাই) থেকে ফের বাড়তে চলেছে বৃষ্টি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এখন ঝাড়খণ্ডে সরে গেলেও মৌসুমী অক্ষরেখা এখনও সক্রিয়, যার প্রভাবে এই বৃষ্টিপাত।
আজ বুধবার দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রভাব কিছুটা কম থাকলেও গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বেড়ে যাবে। উপকূল অঞ্চলে ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
বিশেষ করে বৃহস্পতিবার থেকে দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্রবার এই তালিকায় যোগ হবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া এবং দুই ২৪ পরগনা।
শনিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে জল জমে যাতায়াত বিঘ্ন, বিদ্যুৎ বিচ্ছিন্নতা বা গাছ পড়ে যাওয়ার মতো দুর্ঘটনা এড়াতে আগেভাগে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারেও বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টি শুরু হবে।
রবিবার থেকে বৃষ্টির মাত্রা কিছুটা কমবে। তবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতেই পারে। তাই যারা বাইরে বের হবেন, আবহাওয়ার আপডেট দেখে তবেই পরিকল্পনা করুন।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন