নিজস্ব সংবাদদাতা -দক্ষিণ কলকাতা ল’ কলেজে আলোড়ন সৃষ্টিকারী গণধর্ষণ মামলার প্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ কঠোর শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। মঙ্গলবার কলেজ পরিচালন সমিতির এক জরুরি বৈঠকে অভিযুক্ত অধ্যাপক মনোজিৎ মিশ্র ও দুই ছাত্র—জইব এবং প্রমিত—কে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলেজ পরিচালন সমিতির সভাপতি ও বিধায়ক অশোক দেব জানিয়েছেন, উচ্চশিক্ষা দপ্তরের সাত দফা নির্দেশ মেনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং নির্যাতিতার চিকিৎসা খরচ সম্পূর্ণভাবে কলেজ কর্তৃপক্ষ বহন করবে।
বৈঠকে আরও উল্লেখযোগ্য সিদ্ধান্ত হিসেবে মনোজিৎ মিশ্রকে চাকরিচ্যুত করা হয়েছে এবং তাঁর ইতিমধ্যেই প্রাপ্ত বেতন ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্তদের সঙ্গে যুক্ত বেসরকারি নিরাপত্তা সংস্থার চুক্তিও বাতিল করা হয়েছে। পাশাপাশি, কলেজ চত্বরে নিয়মকানুন আরও কঠোর করা হয়েছে—ছাত্রছাত্রীদের পরিচয়পত্র যাচাই করে ক্যাম্পাসে প্রবেশের অনুমতি এবং নির্ধারিত সময়ের পর চত্বর খালি করার মতো নির্দেশনা কার্যকর হয়েছে। তবে কলেজের সাময়িক বন্ধ ঘোষণাকে ঘিরে বিতর্ক দেখা দিয়েছে। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ জরুরি হলেও শিক্ষাপ্রতিষ্ঠানে পঠন-পাঠন বন্ধ করা কোনো সমাধান হতে পারে না।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন