২১ জুলাইয়ের মঞ্চ থেকে দিল্লি অভিমুখে তৃণমূল, ‘২০২৬-এ বদলাবে ভারত’ বার্তা মুখ্যমন্ত্রীর

Spread the love

নিজস্ব সংবাদদাতা – ২১ জুলাইয়ের ঐতিহাসিক মঞ্চ থেকে এবার শুধু বাংলা নয়, দিল্লির দিকেই রাজনৈতিক তির ছুঁড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রথম, রাজ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সরাসরি কেন্দ্রের ‘উৎখাত’-এর বার্তা দিলেন তিনি। তাঁর কথায়, “২০২৬ শুধু বিধানসভা নির্বাচন নয়, এই ভোট হবে দিল্লি দখলের প্রস্তুতি।”

এদিন ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে দাঁড়িয়ে মমতা স্পষ্ট ভাষায় বলেন, “আমি ছেড়ে দেওয়ার মেয়ে নই। সিঙ্গুর-নন্দীগ্রামের মতো এবার দিল্লিও মনে রাখবে বাংলা।” একুশের মঞ্চকে ‘দিল্লি অভিযান’-এর সূচনা হিসেবে ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রীর বক্তব্যে ছিল প্রতিবাদ ও পরিকল্পনার যুগল সুর।

তিনি সরাসরি অভিযোগ করেন, কেন্দ্র ও নির্বাচন কমিশন মিলে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করছে। হুঁশিয়ারি দেন— “একজনের নাম বাদ গেলেও কমিশনের অফিস ঘেরাও হবে।”

উন্নয়ন ও সামাজিক প্রকল্প তুলে ধরে মমতা দাবি করেন, রাজ্যে বেকারত্ব ৪০ শতাংশ কমেছে, ৮ কোটিরও বেশি মানুষ স্বাস্থ্যসাথীর আওতায় এসেছেন, ৭৭ লক্ষ মানুষ কাজ পেয়েছেন, আর ১২ লক্ষ সেলফ হেল্প গ্রুপ আত্মনির্ভর বাংলার ভিত্তি গড়েছে।

মমতার বক্তব্য স্পষ্ট: তৃণমূল কংগ্রেস ২০২৬-কে শুধু একটি রাজ্যভিত্তিক নির্বাচন হিসেবে দেখছে না। বরং এই ভোটই হতে চলেছে কেন্দ্রে বিজেপি সরকারের বিরুদ্ধে রাজনৈতিক পালাবদলের সূচনা। “দিল্লি বদলাতে হলে শুরুটা হোক বাংলা থেকে”—এই মন্ত্রেই দলকে উজ্জীবিত করলেন নেত্রী।

আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্বধারা – সত্যের সন্ধানে, আপনার সাথে


বিশ্বধারা - সত্যের সন্ধানে অবিচল,

আপনার বিশ্বস্ত সঙ্গী। পশ্চিমবঙ্গ ও বাইরের নিরপেক্ষ সংবাদে আমরা নিবেদিত। স্বচ্ছতা ও নির্ভুলতাই আমাদের মূল ভিত্তি। আমাদের সাথে থাকুন, সঠিক তথ্য জানুন।

This will close in 11 seconds