নিজস্ব সংবাদদাতা – কলকাতার বড় ব্যবসায়ীদের লক্ষ্য করে ছদ্ম ব্যাঙ্কের ছত্রছায়ায় বহাল তবিয়তে চলছিল কোটি টাকার জালনোট কারবার। ‘মনোরঞ্জন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’—এই ভুয়ো নামাঙ্কিত ৫০০ টাকার নোটে আসল ও নকলের ব্যবধান প্রায় অস্পষ্ট। কিন্তু বসিরহাট পুলিশ চক্রের তিনজনকে গ্রেপ্তার করে ফাঁস করে দিল এই গভীর ষড়যন্ত্র।
শুক্রবার সন্দেশখালির এক গেস্ট হাউস থেকে দুই অভিযুক্ত সিরাজ উদ্দিন মোল্লা ও দেবব্রত চক্রবর্তী গ্রেপ্তার হয়। তাদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে প্রায় ৭ কোটি টাকার সমমূল্যের জালনোট। তদন্তে উঠে এসেছে, এই চক্র ব্যবসায়ীদের কাছে নগদ ধার দেওয়ার ছল করে জাল নোটের বান্ডিল গছিয়ে দিত।
আরও গভীরে গিয়ে তদন্তে উঠে এসেছে তিস্তা সেন নামের এক মহিলার নাম, যিনি বীরভূমের রামপুরহাটে থাকেন। পুলিশ জানিয়েছে, তিস্তা শুধু যুক্তই নন, চক্রের নেতৃত্বে ছিলেন এবং আগে থেকেই জমিজমা প্রতারণা ও জালিয়াতির মামলায় নাম জড়িয়েছে তাঁর। এইবার তিনি ঝাড়খণ্ড পালানোর ছক করলেও, পুলিশের জালে ধরা পড়েন। আদালত তাকে দশ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে।
এই ঘটনার পর স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, ঠিক কোথায় ছাপা হচ্ছিল এই বিপুল পরিমাণ জালনোট? এই চক্রের পেছনে আরও বড় মাথারা কি এখনও ধরা-ছোঁয়ার বাইরে?
বসিরহাট পুলিশের তদন্ত এখন সেসব দিকেই অগ্রসর হচ্ছে। এই চক্রের শিকড় কতটা বিস্তৃত, তা জানতে আরও সময় লাগবে বলেই মনে করছে তদন্তকারী দল।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন