নিজস্ব সংবাদদাতা – পশ্চিম বঙ্গে ফের তৃণমূল কংগ্রেসের নেতার উপর গুলির হামলার ঘটনা ঘটল। বাঁকুড়ার সোনামুখী থানার পিয়ারবেরা অঞ্চলের চকাই গ্রামে সোমবার রাতে নিহত হয়েছেন তৃণমূলের প্রভাবশালী যুবনেতা শেখ সায়ন। তাঁর মাথায় অন্তত তিন থেকে চার রাউন্ড গুলি চালানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
স্থানীয়রা জানান, সায়ন দলের বুথ সভাপতি হিসেবে এলাকায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। কয়েক মাস আগে একই এলাকায় গুলি চালানোর অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছিল। আজকের হামলাকে অনেকেই তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের অংশ হিসেবেই দেখছেন।
পুলিশ জানিয়েছে, সোমবার সায়ন রোজ বাজার এলাকায় আড্ডা দিয়ে বাড়ি ফেরার পথে বাইকে করে যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি তাঁকে ঘিরে ধরে গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে দুই জন তৃণমূল কর্মীকে আটক করা হয়েছে। পুলিশ এখন তদন্তে রয়েছে, হত্যা রাজনৈতিক উদ্দেশ্যে পরিকল্পিত নাকি ব্যক্তিগত বিরোধের কারণে ঘটেছে।
স্থানীয় জনমত ও রাজনৈতিক মহলে এই হত্যাকাণ্ডকে একটি বড় রাজনৈতিক সংকট হিসেবে দেখা হচ্ছে। গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আগামী দিনে এই ঘটনার বিস্তারিত তদন্ত রিপোর্ট পেশ করবে পুলিশ। তদন্তের ফলাফল অনুসারে রাজনৈতিক মহল থেকে বিভিন্ন প্রতিক্রিয়া আসার সম্ভাবনা রয়েছে।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন