কলকাতা: উৎসবমুখর বাংলায় ফের বৃষ্টির ছায়া। মহালয়ার সকাল থেকেই আকাশে কালো মেঘ ঘনভাবে ছেয়ে গেছে, এবং হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রবিবার থেকে টানা দুর্গাপুজো পর্যন্ত কলকাতা, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত চলবে। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণ-পূর্ব মায়ানমার উপকূলে একটি নিম্নচাপ ঘনীভূত হচ্ছে, যা শক্তিশালী হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রাখে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ দেখা দেবে মুর্শিদাবাদ, পূর্ব-বর্ধমান, পশ্চিম-বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, নদিয়া, কলকাতা এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে রবিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়। ঘন্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইবে।
আগামীকালের পূর্বাভাস
সোমবার থেকে বৃষ্টির তীব্রতা আরও বাড়বে। দক্ষিণবঙ্গে বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলা যেমন হাওড়া, হুগলি, নদীয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে।
উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়।