নদীয়া: তাহেরপুর থানার বীরনগর ইছাপুর এলাকায় এক ভয়ংকর হত্যাকাণ্ড ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় টিউশন পড়তে গিয়েছিল এক দশম শ্রেণীর ছাত্রী, কিন্তু রাত হয়ে গেলেও সে বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা গভীর উদ্বেগে মেয়েকে খুঁজতে বের হন। গভীর রাতে এলাকার একটি পুকুরপাড় থেকে ছাত্রীটির রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা সঙ্গে সঙ্গে খবর দেন থানায়, পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে। মেয়ের মৃত্যুতে পরিবার ভেঙে পড়েছে।
গ্রেপ্তার অভিযুক্ত
পরিবারের অভিযোগ অনুযায়ী, স্থানীয় ১৯ বছর বয়সী প্রসেনজিৎ মণ্ডল দীর্ঘদিন ধরেই ছাত্রীটিকে প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করছিল। স্কুল ও টিউশন যাওয়ার পথে ছাত্রীকে উত্ত্যক্ত করা হত। প্রস্তাবে সাড়া না দেওয়ায় তাকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ।
রাতেই থানায় অভিযোগ দায়ের করা হয় এবং পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। শনিবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পূর্বপ্রসঙ্গ
এর আগে কৃষ্ণনগরে একটি প্রেমিকা হত্যাকাণ্ডে শুধু প্রেমিক দেশরাজ নয়, তার পরিবারও জড়িত ছিল। উত্তরপ্রদেশে দেশরাজের পরিবার বিরুদ্ধেও অপহরণ ও খুনসহ একাধিক মামলা নথিভুক্ত ছিল। তাই এই হত্যাকাণ্ডের ঘটনার পেছনে পরিবারের ভূমিকা, বা অন্যান্য বিস্ফোরক তথ্য উঠে আসতে পারে তা লক্ষ্য রাখা হচ্ছে।