রবিবারের হাইভোল্টেজ এশিয়া কাপ ম্যাচে টানটান উত্তেজনার মধ্যেও শেষ হাসি হেসেছে টিম ইন্ডিয়া। পাকিস্তানের দেওয়া ১৭২ রানের লক্ষ্য টপকাতে একটুও সময় নেয়নি সূর্যকুমার যাদবদের দল।
পাকিস্তানের ইনিংস
শুরুটা দুর্দান্ত করেছিল পাকিস্তান। ১০ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে যোগ হয় ৯১ রান। ভারতের ক্যাচ মিসের সুযোগ কাজে লাগিয়ে সলমান আলি আগারাদের ব্যাটিং ভরসায় নির্ধারিত ২০ ওভার শেষে ১৭২ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় পাকবাহিনী।
ভারতের জবাব
তবে ব্যাট হাতে নামতেই ম্যাচের ছবি বদলে দেন অভিষেক শর্মা ও শুভমন গিল। ওপেনিং জুটিতে দাপট দেখিয়ে পাকিস্তানের বোলারদের উপর চাপ বাড়ান তারা। গিল ৪৭ রান করে ফিরলেও অভিষেকের ঝোড়ো ৭৪ রানের ইনিংস ভারতকে জয়ের ভিত গড়ে দেয়। পরের কাজটি সহজ করে দেন সঞ্জু স্যামসন, তিলক বর্মা ও হার্দিক পান্ডিয়া।
শেষ ফলাফল
অবশেষে ৬ উইকেট হাতে রেখেই জয়ের ছাপ মারে ভারত। যদিও অধিনায়ক সূর্যকুমার যাদব এদিন ব্যাট হাতে রান পাননি, তবে দলের দাপুটে জয়ের পর সেটি নিয়ে কোনও আক্ষেপ নেই তাঁর। পাকিস্তানের সব নাটকীয়তাকে সরিয়ে রেখে টিম ইন্ডিয়ার জয় প্রমাণ করল—এই মাটিতে প্রতিপক্ষকে হারানো সহজ নয়।