নিজস্ব সংবাদদাতা – বয়স কখনও স্বপ্ন দেখার পথে বাধা হয়ে দাঁড়ায় না—এই বার্তা দিচ্ছেন আমির খানের মা জিনাত হুসেন। ৯০ বছর বয়সে প্রথমবার সিনেমায় অভিনয় করছেন তিনি।
ছেলে আমির খানের প্রযোজিত ও অভিনীত আসন্ন ছবি ‘সিতারে জমিন পার’ দিয়ে তাঁর রূপালি যাত্রার সূচনা। এই একই ছবির মাধ্যমে প্রথমবার বড় পর্দায় দেখা যাবে আমিরের বোন নিখত খানকেও।
যেখানে অনেকেই বার্ধক্যে নিজেকে গুটিয়ে নেন, সেখানে জিনাত হুসেন যেন এক অনন্য উদাহরণ। আমির খানের তরফে বলা হয়েছে, মা ও বোনের অংশগ্রহণ এই ছবিকে আরও ব্যক্তিগত ও আবেগঘন করে তুলবে।
চরিত্র প্রকাশ না হলেও তাঁদের উপস্থিতি নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে কৌতূহল ও উৎসাহ। একথা বলা যেতেই পারে—এই ছবি শুধু একটি চলচ্চিত্র নয়, বরং এটি এক জীবনের গল্প, যা বয়সকে হার মানায় ভালোবাসা ও সাহসে।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন