“মা, তুমি কোথায় চলে গেলে?”— আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় এক বিমানসেবিকার নিঃশব্দ প্রস্থান, হৃদয়ে বেদনার ছায়া

Spread the love

নিজস্ব সংবাদদাতা- দুপুর ১টা ৩৮ মিনিট।
আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI171। গন্তব্য ছিল লন্ডন। কিন্তু উড্ডয়নের মাত্র দুই মিনিটের মধ্যেই, মেঘানি নগরের জনবহুল আবাসিক এলাকায় ভেঙে পড়ে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি। মুহূর্তেই ছাই হয়ে যায় স্বপ্ন, জীবন, ভবিষ্যৎ।

এই ভয়াবহ দুর্ঘটনায় নিহত হয়েছেন ২০৪ জন যাত্রী। আহতদের মধ্যে অনেকেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এই সব শোকগাথার মধ্যে এক বিমানে সেবিকার কাহিনি যেন সকল হৃদয় স্পর্শ করে গেছে।

মণিপুরের থৌবাল জেলার আওয়াং লেইকেই গ্রামের বাসিন্দা, মাত্র ২২ বছর বয়সী নগণথোই শর্মা কংব্রাইলাটপাম ছিলেন এই ফ্লাইটের ক্রু সদস্য। জীবনের প্রথম আন্তর্জাতিক ফ্লাইটে পা রেখেই চিরবিদায়।

নগণথোইয়ের ছোট্ট কন্যা মায়ের ছবি ধরে প্রশ্ন করছে, “মা, তুমি কোথায় চলে গেলে?”
এই একটিমাত্র প্রশ্ন যেন হাজারো চোখের জল টেনে আনে। তার জীবনের গল্প থেমে গেল আগুনের মধ্যে, অথচ তার অভাবের গল্প শুরু হলো আজ থেকে।

আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্বধারা – সত্যের সন্ধানে, আপনার সাথে


বিশ্বধারা - সত্যের সন্ধানে অবিচল,

আপনার বিশ্বস্ত সঙ্গী। পশ্চিমবঙ্গ ও বাইরের নিরপেক্ষ সংবাদে আমরা নিবেদিত। স্বচ্ছতা ও নির্ভুলতাই আমাদের মূল ভিত্তি। আমাদের সাথে থাকুন, সঠিক তথ্য জানুন।

This will close in 11 seconds