আহমেদাবাদ বিমান দুর্ঘটনা: শহরের বুকে ভেঙে পড়ল লন্ডনগামী এয়ার ইন্ডিয়া ফ্লাইট

Spread the love


নিজস্ব সংবাদদাতা – বৃহস্পতিবার সকালে গুজরাটের আহমেদাবাদে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা! হ্যাঁ, লন্ডনের উদ্দেশ্যে রওনা দেওয়া এক এয়ার ইন্ডিয়ার ফ্লাইট টেক-অফের কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়লো শহরের ঘনবসতিপূর্ণ অঞ্চলে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বিমানে প্রায় 250 জন যাত্রী ছিল। এখনো পর্যন্ত হতাহতের কোনও তথ্য সরকারিভাবে ঘোষণা করা না হলেও ঘটনাস্থলের দৃশ্য একেবারে শিউরে ওঠার মত।

বৃহস্পতিবার সকাল সাড়ে 10টা নাগাদ আহমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে একটি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ছেড়েছিল। তবে টেক-অফের কিছুক্ষণের মধ্যেই মেঘানিনগরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি শহরের জনবসতীর মধ্যেই ভেঙে পড়ে। ধরপুর এলাকা থেকে দেখা গিয়েছে বিশাল ধোঁয়ার কুণ্ডলী, যা মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। প্রত্যক্ষদর্শীদের কথায়, প্রথমে বিকট শব্দ শোনা যায়। তারপর বিশাল ধোঁয়া, আর তারপর শুধু ধ্বংসস্তূপ এবং আগুন।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসীরা ঘটনাস্থলে ছুটে আসে। অনেকে নিজের হাতে ধ্বংসস্তূপ থেকে যাত্রীদের উদ্ধার করার চেষ্টা করেন। কিছুক্ষণের মধ্যেই দমকল, অ্যাম্বুলেন্স এবং বিপর্যয় মোকাবেলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যায়। এখনও উদ্ধার কাজ চলছে।

ANI সূত্র অনুযায়ী, বিমানটিতে 242 জন যাত্রী ছিল। তবে পরে এয়ার ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়, 133 জন যাত্রী এবং কয়েকজন ক্রু মেম্বার ছিলেন ওই ফ্লাইটে। যেহেতু উদ্ধারকার্য এখনও চলছে, তাই নির্দিষ্ট সংখ্যা এখনও নিশ্চিত নয়।

এই ঘটনায় গোটা দেশে শোকের ছায়া। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি টুইটে জানান, আহমেদাবাদের দুর্ঘটনা নিয়ে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি শোক প্রকাশ করে জানান, ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে কেন্দ্র।

আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্বধারা – সত্যের সন্ধানে, আপনার সাথে


বিশ্বধারা - সত্যের সন্ধানে অবিচল,

আপনার বিশ্বস্ত সঙ্গী। পশ্চিমবঙ্গ ও বাইরের নিরপেক্ষ সংবাদে আমরা নিবেদিত। স্বচ্ছতা ও নির্ভুলতাই আমাদের মূল ভিত্তি। আমাদের সাথে থাকুন, সঠিক তথ্য জানুন।

This will close in 11 seconds