নিজস্ব সংবাদদাতা – এয়ার ইন্ডিয়ার জন্য যেন বিপদ কিছুতেই কাটছে না। মাত্র ছ’দিনে একাধিক বিমানে ত্রুটি ধরা পড়েছে, যা যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। বৃহস্পতিবারের ভয়াবহ দুর্ঘটনার রেশ কাটেনি, তার মধ্যেই সোমবার ও মঙ্গলবার ফের দু’টি পৃথক ঘটনায় বিপদের মুখে পড়ে সংস্থার বিমান।
মঙ্গলবারের ঘটনা ঘটে সানফ্রান্সিসকো-মুম্বই ভায়া কলকাতা বিমানে। AI১৮০ নম্বর বোয়িং বিমানটি সোমবার মধ্যরাতে কলকাতা বিমানবন্দরে নামে। রাত ২টোর সময় ফের উড়ানের কথা ছিল। কিন্তু সেই সময় বাঁ দিকের ইঞ্জিনে হঠাৎ যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। প্রায় কয়েক ঘণ্টা পরীক্ষা-নিরীক্ষার পর নিরাপত্তার স্বার্থে মঙ্গলবার ভোরে যাত্রীদের বিমান থেকে নামিয়ে দেওয়া হয়।
এর ঠিক একদিন আগে, সোমবার সকালে হংকং থেকে দিল্লিগামী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ফ্লাইট AI315-এ মাঝ আকাশে ত্রুটি ধরা পড়ে। তখন বিমানটি দিল্লির পথে ছিল। বড় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে পাইলট স্ট্যান্ডার্ড সুরক্ষা প্রোটোকল অনুসরণ করে বিমানটিকে পুনরায় হংকংয়ে ফিরিয়ে নেন।
টানা এভাবে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় যাত্রীদের মধ্যে উদ্বেগ বাড়ছে এবং বিমান সংস্থার রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।
আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে
নিয়মিত বাংলা সংবাদের আপডেট পেতে আমাদের ফলো করুন