আবুধাবি: শুক্রবার ওমানের বিরুদ্ধে ম্যাচে অক্ষর প্যাটেল মাথায় চোট পেয়েছেন। ম্যাচের সময় হামাদ মির্জার শটের দিকে এগোতে গিয়ে লাফ দেওয়ার সময় ক্যাচ ফসকানোর কারণে তিনি মাটিতে পড়ে যান। ওই চোটের কারণে পাকিস্তানের বিরুদ্ধে রবিবারের ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠেছে। একাধিক সূত্রে জানা গেছে, চোটের কারণে টিম ম্যানেজমেন্ট অক্ষরকে বিশ্রামে রাখতে পারে।
কি বললেন কোচরা?
ভারতের বোলিং কোচ টি দিলীপ সমর্থকদের আশ্বস্ত করেছেন। ওমান ম্যাচের পর তিনি বলেছেন, “এই মুহূর্তে সব ঠিক আছে।” তবে এটাই নিশ্চিত করতে পারছে না যে রবিবারের ম্যাচে অক্ষর প্যাটেল খেলবেন কি না।
অক্ষর না খেললে বিকল্প কী?
অক্ষর না খেললে ভারতীয় দলের জন্য তার বিকল্প বের করা সহজ হবে না। দলের ভারসাম্য রক্ষায় তাঁর গুরুত্ব অপরিসীম। এমন পরিস্থিতিতে কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী এবং অভিষেক শর্মার মাধ্যমে স্পিন নিয়ন্ত্রণ করা যেতে পারে। এছাড়া অতিরিক্ত একজন পেসার খেলানোও একটি বিকল্প হতে পারে।